অনলাইন ডেস্ক
ইসরায়েলি হামলায় গত ৪৮ ঘণ্টায় গাজায় এক ডজনের বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। মানবিক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। পরিস্থিতি খারাপ হওয়ায় হাজার হাজার শিশু অনাহারের হুমকিতে পড়েছে। এরই মধ্যে অনাহারে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ইসরায়েলি হামলায় নিহত হয়েছে গাজার ১১ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদও।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ত্রাণ প্রবেশ না করায় গতকাল রোববার ৪ বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন গাজায় অনাহারে মৃত শিশুদের তালিকায় যোগ দিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে যে, গাজার ৭০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।
গাজাবাসীকে অনাহারে মারার পাশাপাশি ইসরায়েলি বাহিনী গাজায় বোমা হামলা ও স্থল আক্রমণ বাড়িয়েছে। যার ফলে গত এক সপ্তাহে প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছে। আল-আকসা হাসপাতাল জানিয়েছে, মধ্য গাজার দেইর এল-বালাহ শহরে বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় এক মা ও তাঁর সন্তানেরা নিহত হয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, খান ইউনিসের পূর্বে বনি সুহাইলায় এক ইসরায়েলি ড্রোন হামলায় এক শিশু নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে, যাদের মধ্যে দুজন নারী ও একটি শিশু রয়েছে।
এদিকে, ইসরায়েলি হামলায় ১১ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদ এবং ডা. আলা আমির আল-নাজ্জারের ১০ সন্তানের মধ্যে ৯ জনই পৃথক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে। আল-নাজ্জারের বাকি সন্তান ১১ বছর বয়সী আদম নিবিড় পরিচর্যা কেন্দ্রে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের ১৯ মাসের গাজা আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৩১ শতাংশই শিশু। এই সংখ্যায় সেসব মৃত্যুর খবর অন্তর্ভুক্ত করা হয়নি যেখানে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি, যা ইঙ্গিত দেয় যে প্রকৃত সংখ্যা আরও বেশি। জাতিসংঘের এক প্রতিবেদনে ইসরায়েলের গাজার শিশুদের প্রতি সহিংসতার বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা এবং আবাসিক ভবনে বারবার বিমান হামলা শিশুদের মৃত্যুর সংখ্যা বাড়াচ্ছে।
ইসরায়েলি হামলায় নিহত ইয়াকিন হাম্মাদ তার হাসি এবং গাজায় স্বেচ্ছাসেবী কাজের জন্য পরিচিত। গত শুক্রবার রাতে উত্তর গাজার দেইর এল-বালাহের আল-বারাকায় ইসরায়েলি গোলাবর্ষণে হামলায় নিহত হয় ইয়াকিন। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, ১১ বছর বয়সী এই ইনফ্লুয়েন্সার এবং তার বড় ভাই মোহাম্মদ হাম্মাদ বাস্তুচ্যুত পরিবারগুলোকে খাদ্য, খেলনা এবং পোশাক সরবরাহ করত।
ইয়াকিন হাম্মাদ ওয়েনা কালেকটিভ নামে গাজাভিত্তিক একটি অলাভজনক সংস্থার সক্রিয় সদস্য ছিল। এই সংস্থাটি সাহায্য ও মানবিক ত্রাণকার্যে নিবেদিত। ইয়াকিনের মৃত্যুর খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পর কর্মী, ইয়াকিনের অনুসারী এবং সাংবাদিকদের পক্ষ থেকে শোক ও শ্রদ্ধা বার্তা আসতে শুরু করে।
গাজার ফটোসাংবাদিক মাহমুদ বাসেম লিখেন, ‘তার শরীর হয়তো নেই, কিন্তু তার প্রভাব মানবতার এক আলোকবর্তিকা হয়ে আছে।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা আরেক শ্রদ্ধাঞ্জলিতে লেখা হয়েছে, ‘স্কুলে যাওয়া এবং নিজের শৈশব উপভোগ করার পরিবর্তে, সে ইনস্টাগ্রামে সক্রিয় ছিল এবং গাজায় অন্যদের সাহায্য করার প্রচারাভিযানে অংশ নিচ্ছিল। কোনো কথা নেই। একদম কোনো কথা নেই।’
ইসরায়েলি হামলায় গত ৪৮ ঘণ্টায় গাজায় এক ডজনের বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। মানবিক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। পরিস্থিতি খারাপ হওয়ায় হাজার হাজার শিশু অনাহারের হুমকিতে পড়েছে। এরই মধ্যে অনাহারে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ইসরায়েলি হামলায় নিহত হয়েছে গাজার ১১ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদও।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ত্রাণ প্রবেশ না করায় গতকাল রোববার ৪ বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন গাজায় অনাহারে মৃত শিশুদের তালিকায় যোগ দিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে যে, গাজার ৭০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।
গাজাবাসীকে অনাহারে মারার পাশাপাশি ইসরায়েলি বাহিনী গাজায় বোমা হামলা ও স্থল আক্রমণ বাড়িয়েছে। যার ফলে গত এক সপ্তাহে প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছে। আল-আকসা হাসপাতাল জানিয়েছে, মধ্য গাজার দেইর এল-বালাহ শহরে বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় এক মা ও তাঁর সন্তানেরা নিহত হয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, খান ইউনিসের পূর্বে বনি সুহাইলায় এক ইসরায়েলি ড্রোন হামলায় এক শিশু নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে, যাদের মধ্যে দুজন নারী ও একটি শিশু রয়েছে।
এদিকে, ইসরায়েলি হামলায় ১১ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদ এবং ডা. আলা আমির আল-নাজ্জারের ১০ সন্তানের মধ্যে ৯ জনই পৃথক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে। আল-নাজ্জারের বাকি সন্তান ১১ বছর বয়সী আদম নিবিড় পরিচর্যা কেন্দ্রে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের ১৯ মাসের গাজা আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৩১ শতাংশই শিশু। এই সংখ্যায় সেসব মৃত্যুর খবর অন্তর্ভুক্ত করা হয়নি যেখানে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি, যা ইঙ্গিত দেয় যে প্রকৃত সংখ্যা আরও বেশি। জাতিসংঘের এক প্রতিবেদনে ইসরায়েলের গাজার শিশুদের প্রতি সহিংসতার বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা এবং আবাসিক ভবনে বারবার বিমান হামলা শিশুদের মৃত্যুর সংখ্যা বাড়াচ্ছে।
ইসরায়েলি হামলায় নিহত ইয়াকিন হাম্মাদ তার হাসি এবং গাজায় স্বেচ্ছাসেবী কাজের জন্য পরিচিত। গত শুক্রবার রাতে উত্তর গাজার দেইর এল-বালাহের আল-বারাকায় ইসরায়েলি গোলাবর্ষণে হামলায় নিহত হয় ইয়াকিন। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, ১১ বছর বয়সী এই ইনফ্লুয়েন্সার এবং তার বড় ভাই মোহাম্মদ হাম্মাদ বাস্তুচ্যুত পরিবারগুলোকে খাদ্য, খেলনা এবং পোশাক সরবরাহ করত।
ইয়াকিন হাম্মাদ ওয়েনা কালেকটিভ নামে গাজাভিত্তিক একটি অলাভজনক সংস্থার সক্রিয় সদস্য ছিল। এই সংস্থাটি সাহায্য ও মানবিক ত্রাণকার্যে নিবেদিত। ইয়াকিনের মৃত্যুর খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পর কর্মী, ইয়াকিনের অনুসারী এবং সাংবাদিকদের পক্ষ থেকে শোক ও শ্রদ্ধা বার্তা আসতে শুরু করে।
গাজার ফটোসাংবাদিক মাহমুদ বাসেম লিখেন, ‘তার শরীর হয়তো নেই, কিন্তু তার প্রভাব মানবতার এক আলোকবর্তিকা হয়ে আছে।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা আরেক শ্রদ্ধাঞ্জলিতে লেখা হয়েছে, ‘স্কুলে যাওয়া এবং নিজের শৈশব উপভোগ করার পরিবর্তে, সে ইনস্টাগ্রামে সক্রিয় ছিল এবং গাজায় অন্যদের সাহায্য করার প্রচারাভিযানে অংশ নিচ্ছিল। কোনো কথা নেই। একদম কোনো কথা নেই।’
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৩ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৩ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৪ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৪ ঘণ্টা আগে