সৌদি আরব তুরস্ক থেকে ড্রোন কিনতে চায়। এবিষয়ে সফররত তুরস্কের প্রেসিডেন্টের রিসেপ তাইয়েপ এরদোয়ানের উপস্থিতিতে একটি চুক্তি হয়েছে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আঙ্কারার ভেঙে পড়া অর্থনীতি বাচাঁতে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্নিমাণে এরদোয়ানের সাম্প্রতিক প্রচেষ্টার ফসল এই চুক্তি।
তুরস্কের ফরেন ইকোনোমিক রিলেশন বোর্ডের তথ্যমতে, প্রেসিডেন্ট এরদোয়ান প্রায় ২০০ ব্যবসায়ীর একটি দলকে নিয়ে সৌদি আরব সফরে রয়েছেন। এছাড়া পার্শ্ববর্তী আরো দুটি দেশ সফরের কথা রয়েছে তার।
এই সফরে জ্বালানি, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্পসহ অনেক ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউএস) স্বাক্ষর করে দুই দেশ।
এসপিএ বলছে, তুর্কি প্রতিরক্ষা কোম্পানি ব্যাকার ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন।
প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান আল সৌদ মঙ্গলবার এক টুইটবার্তায় বলেন, রাজতন্ত্রের ‘সশস্ত্র বাহিনীর প্রস্তুতি জোরদার এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে’ সৌদি আরব এসব ড্রোন কিনবে।
গত মাসে পুনর্নির্বাচনে জয়ী হওয়ার কয়েক দিনের মাথায় সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের মধ্যে প্রায় ৪ হাজার কোটি ডলারের চুক্তি হয়। এর মেয়াদ পাঁচ বছর।
বুধবার আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের নেতার সাথে দেখা করার আগে মঙ্গলবারই দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এরদোয়ানের দেখা করার কথা রয়েছে।
সৌদি আরব তুরস্ক থেকে ড্রোন কিনতে চায়। এবিষয়ে সফররত তুরস্কের প্রেসিডেন্টের রিসেপ তাইয়েপ এরদোয়ানের উপস্থিতিতে একটি চুক্তি হয়েছে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আঙ্কারার ভেঙে পড়া অর্থনীতি বাচাঁতে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্নিমাণে এরদোয়ানের সাম্প্রতিক প্রচেষ্টার ফসল এই চুক্তি।
তুরস্কের ফরেন ইকোনোমিক রিলেশন বোর্ডের তথ্যমতে, প্রেসিডেন্ট এরদোয়ান প্রায় ২০০ ব্যবসায়ীর একটি দলকে নিয়ে সৌদি আরব সফরে রয়েছেন। এছাড়া পার্শ্ববর্তী আরো দুটি দেশ সফরের কথা রয়েছে তার।
এই সফরে জ্বালানি, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্পসহ অনেক ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউএস) স্বাক্ষর করে দুই দেশ।
এসপিএ বলছে, তুর্কি প্রতিরক্ষা কোম্পানি ব্যাকার ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন।
প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান আল সৌদ মঙ্গলবার এক টুইটবার্তায় বলেন, রাজতন্ত্রের ‘সশস্ত্র বাহিনীর প্রস্তুতি জোরদার এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে’ সৌদি আরব এসব ড্রোন কিনবে।
গত মাসে পুনর্নির্বাচনে জয়ী হওয়ার কয়েক দিনের মাথায় সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের মধ্যে প্রায় ৪ হাজার কোটি ডলারের চুক্তি হয়। এর মেয়াদ পাঁচ বছর।
বুধবার আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের নেতার সাথে দেখা করার আগে মঙ্গলবারই দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এরদোয়ানের দেখা করার কথা রয়েছে।
বিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
১ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২ ঘণ্টা আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
২ ঘণ্টা আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
২ ঘণ্টা আগে