আজকের পত্রিকা ডেস্ক
যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরায়েল। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র, তুরস্ক, জর্ডান ও অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র যুদ্ধবিরতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দ্রুজ, বেদুইন ও সুন্নি সম্প্রদায়ের মানুষদের অস্ত্র ত্যাগ করে অন্য সংখ্যালঘুদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নতুন এক সিরীয় পরিচয় গড়ে তোলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বিবদমান দুপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, চলমান পরিস্থিতি বিবেচনায় আগামী ৪৮ ঘণ্টার জন্য সুইদা জেলায় [সিরীয়] অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সীমিতভাবে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল।
এর আগে বুধবার সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলা চালানো হয় রাজধানী দামেস্কে অবস্থিত সিরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়েও। ব্যাপক হামলা হয় সুইদা অঞ্চলে অবস্থিত সরকারি বাহিনীর ওপরও। ইসরায়েলের দাবি, তারা সুইদায় দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষায় এই হামলা চালিয়েছে। এই অঞ্চলে সম্প্রতি দ্রুজ ও বেদুইন সশস্ত্র গোষ্ঠী এবং সরকারি বাহিনীর মধ্যে জাতিগত সংঘাতে শতাধিক মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার প্রায় দশ লাখ দ্রুজ জনগণকে ‘ভাই’ বলে অভিহিত করে আসছেন। ইসরায়েলেও প্রায় দেড় লাখ দ্রুজ জনগোষ্ঠী বসবাস করে। যুক্তরাষ্ট্র, তুরস্ক ও আরব রাষ্ট্রগুলোর মধ্যস্থতায় গত বুধবার সিরীয় সরকার ও দ্রুজ নেতাদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও সেই দিনই ফের বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৪ জন।
এই হামলার পর সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ‘দ্রুজ নাগরিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা সরকারের অগ্রাধিকার। আমরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চাই না। ইসরায়েল সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে, কিন্তু আমরা কোনোভাবেই তা সফল হতে দেব না।’
তবে, গতকাল শুক্রবার ফের সুইদা জেলায় দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরীয় সরকার সেখানে একটি বিশেষ বাহিনী মোতায়েন করেছে।
যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরায়েল। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র, তুরস্ক, জর্ডান ও অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র যুদ্ধবিরতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দ্রুজ, বেদুইন ও সুন্নি সম্প্রদায়ের মানুষদের অস্ত্র ত্যাগ করে অন্য সংখ্যালঘুদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নতুন এক সিরীয় পরিচয় গড়ে তোলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বিবদমান দুপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, চলমান পরিস্থিতি বিবেচনায় আগামী ৪৮ ঘণ্টার জন্য সুইদা জেলায় [সিরীয়] অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সীমিতভাবে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল।
এর আগে বুধবার সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলা চালানো হয় রাজধানী দামেস্কে অবস্থিত সিরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়েও। ব্যাপক হামলা হয় সুইদা অঞ্চলে অবস্থিত সরকারি বাহিনীর ওপরও। ইসরায়েলের দাবি, তারা সুইদায় দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষায় এই হামলা চালিয়েছে। এই অঞ্চলে সম্প্রতি দ্রুজ ও বেদুইন সশস্ত্র গোষ্ঠী এবং সরকারি বাহিনীর মধ্যে জাতিগত সংঘাতে শতাধিক মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার প্রায় দশ লাখ দ্রুজ জনগণকে ‘ভাই’ বলে অভিহিত করে আসছেন। ইসরায়েলেও প্রায় দেড় লাখ দ্রুজ জনগোষ্ঠী বসবাস করে। যুক্তরাষ্ট্র, তুরস্ক ও আরব রাষ্ট্রগুলোর মধ্যস্থতায় গত বুধবার সিরীয় সরকার ও দ্রুজ নেতাদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও সেই দিনই ফের বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৪ জন।
এই হামলার পর সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ‘দ্রুজ নাগরিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা সরকারের অগ্রাধিকার। আমরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চাই না। ইসরায়েল সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে, কিন্তু আমরা কোনোভাবেই তা সফল হতে দেব না।’
তবে, গতকাল শুক্রবার ফের সুইদা জেলায় দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরীয় সরকার সেখানে একটি বিশেষ বাহিনী মোতায়েন করেছে।
সকাল ৯টার কিছু পরে শহিদুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ইসরায়েলিরা কনসেন্সের দিকে এগিয়ে আসছে।’ আরেক ভিডিও ক্যাপশনে তিনি লেখেন, ‘ইসরায়েলিরা এগিয়ে আসছে।’
১ ঘণ্টা আগে২০১৫ সালে গবেষক র্যাচেল ইয়েহুদা ৩২ জন হলোকাস্ট থেকে বেঁচে ফেরা ব্যক্তি ও তাঁদের সন্তানদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণা করেন। সেখানে স্পষ্ট প্রমাণ মেলে যে, বাবা-মায়ের অভিজ্ঞতাই সন্তানের জিনে চাপ ফেলেছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস গার্ড ও ইমিগ্রেশন এজেন্টদের দিয়ে অভিবাসীদের আটক নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির বিরুদ্ধে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এসব বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ইনসারেকশন অ্যাক্ট বা
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কঠিন অভ্যন্তরীণ বিমান পরিবহনের বাজারে যেখানে সস্তা বিমান সংস্থাগুলো টিকে থাকার লড়াই করছে, সেখানে একটি নতুন সংস্থা দ্রুত রাজস্ব বাড়িয়ে নজর কেড়েছে। সংস্থাটির নাম ‘ব্রিজ অ্যাভিয়েশন গ্রুপ ইনক’।
১২ ঘণ্টা আগে