পশ্চিম তীরের নাবলুস শহরের আসকার শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে দুই ইসরায়েলিকে হত্যায় জড়িত অভিযোগে এক ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার রাতে আবদেলফাত্তাহ খারুশেহের তৃতীয় তলার বাড়িটি ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী। ছয় ঘণ্টার অভিযানের বাড়িটিকে উড়িয়ে দেয় তারা।
ইসরায়েল সেনাদের অভিযোগ, গত ফেব্রুয়ারিতে পশ্চিম তীরে বসতি স্থাপকারী ইসরায়েলি দুই ভাই হালেল মেনাচেম ইয়ানিভ ও তাঁর ভাই ইয়াগেল ইয়াকভ ইয়ানিভকে গুলি করে হত্যা করেন খারুশেহ।
পরের মাসে একটি অভিযানের সময় ইসরায়েলি বাহিনী ৪৯ বছর বয়সী খারুশেহকে হত্যা করে বলে আল-জাজিরা জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ওয়াফাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সৈন্যরা খারুশেহ পরিবারের প্রতিবেশী ২০ শিশুসহ ৬০ ফিলিস্তিনিকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করে। অল্প সময়ের জন্য তাদের স্থানীয় মসজিদের ভেতরে আটকে রাখে।
সর্বশেষ এই অভিযানের সময় ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি শিবিরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, টিয়ার গ্যাসের কারণে শ্বাসকষ্টে ভোগা ১৮৫ জনকে তারা চিকিৎসা দিয়েছে। সংঘর্ষে ছয় ফিলিস্তিনি আহত হন, যাঁদের একজন গুলিবিদ্ধ হন।
পশ্চিম তীরের সবচেয়ে জনাকীর্ণ শিবিরগুলোর একটি আসকার। সেখানে কমপক্ষে ৩০ হাজার ফিলিস্তিনি বসবাস করে। হামলার অভিযোগ তুলে প্রায়ই ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে দেয় ইসরায়েলিরা।
এবছর ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ফিলিস্তিনে যেভাবে মৃত্যু শুরু হয়েছে, তাতে ২০২৩ সবচেয়ে মৃত্যুর বছর হতে পারে।
পশ্চিম তীরের নাবলুস শহরের আসকার শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে দুই ইসরায়েলিকে হত্যায় জড়িত অভিযোগে এক ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার রাতে আবদেলফাত্তাহ খারুশেহের তৃতীয় তলার বাড়িটি ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী। ছয় ঘণ্টার অভিযানের বাড়িটিকে উড়িয়ে দেয় তারা।
ইসরায়েল সেনাদের অভিযোগ, গত ফেব্রুয়ারিতে পশ্চিম তীরে বসতি স্থাপকারী ইসরায়েলি দুই ভাই হালেল মেনাচেম ইয়ানিভ ও তাঁর ভাই ইয়াগেল ইয়াকভ ইয়ানিভকে গুলি করে হত্যা করেন খারুশেহ।
পরের মাসে একটি অভিযানের সময় ইসরায়েলি বাহিনী ৪৯ বছর বয়সী খারুশেহকে হত্যা করে বলে আল-জাজিরা জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ওয়াফাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সৈন্যরা খারুশেহ পরিবারের প্রতিবেশী ২০ শিশুসহ ৬০ ফিলিস্তিনিকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করে। অল্প সময়ের জন্য তাদের স্থানীয় মসজিদের ভেতরে আটকে রাখে।
সর্বশেষ এই অভিযানের সময় ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি শিবিরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, টিয়ার গ্যাসের কারণে শ্বাসকষ্টে ভোগা ১৮৫ জনকে তারা চিকিৎসা দিয়েছে। সংঘর্ষে ছয় ফিলিস্তিনি আহত হন, যাঁদের একজন গুলিবিদ্ধ হন।
পশ্চিম তীরের সবচেয়ে জনাকীর্ণ শিবিরগুলোর একটি আসকার। সেখানে কমপক্ষে ৩০ হাজার ফিলিস্তিনি বসবাস করে। হামলার অভিযোগ তুলে প্রায়ই ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে দেয় ইসরায়েলিরা।
এবছর ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ফিলিস্তিনে যেভাবে মৃত্যু শুরু হয়েছে, তাতে ২০২৩ সবচেয়ে মৃত্যুর বছর হতে পারে।
বিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
৬ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
৬ ঘণ্টা আগেএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, অতীতের মতো পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন ট্রাম্প নাকি সম্প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প বৈঠকে উপস্থিত হবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ ছিল।
৭ ঘণ্টা আগে