অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গ্রুপ এমিরেটস। এর অন্তর্ভুক্ত রয়েছে ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’। এই দুটি বিভাগে চলতি বছরের মধ্যেই ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে এমিরেটস গ্রুপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩৫০ টির বেশি ভিন্ন ভিন্ন পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। সম্প্রসারণ পরিকল্পনা ও ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে এমিরেটস জানায়, বিশ্বব্যাপী প্রতিভাবান কর্মী খোঁজার এই অভিযানে বিভিন্ন দেশের শহরে ২ হাজার ১০০ টির বেশি ওপেন ডে ও নিয়োগ সংক্রান্ত ইভেন্ট আয়োজন করা হবে। এর মধ্যে দুবাইতে আয়োজিত অনুষ্ঠানগুলোর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষার্থী ও নতুন গ্র্যাজুয়েটদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
চাকরির ক্ষেত্রগুলোতে থাকছে—কেবিন ক্রু, পাইলট, প্রকৌশলী, বাণিজ্যিক ও বিক্রয় দল, গ্রাহক সেবা, গ্রাউন্ড হ্যান্ডেলিং, কেটারিং, তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ ও আর্থিক বিভাগ। এ ছাড়া ‘ডিনাটা’ আলাদাভাবে ৪ হাজারের বেশি কর্মী নিয়োগ করবে শুধুমাত্র কার্গো, কেটারিং ও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য।
এমিরেটস গ্রুপ ও এয়ারলাইনের চেয়ারম্যান এবং সিইও শেখ আহমেদ আল মাকতুম বলেছেন, ‘আমরা বিশ্বমানের প্রতিভা খুঁজছি, যারা আমাদের সাহসী লক্ষ্যকে বাস্তবায়ন করতে সহায়তা করবে।’
আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, চলতি অর্থবছরের (মার্চে শেষ হওয়া) হিসাবে এমিরেটস এয়ারলাইন কর পরিশোধের পরও মুনাফা করেছে ৫.২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১০.৬ শতাংশ বেশি। একই সময়ে প্রতিষ্ঠানটি ৫ কোটি ৩৬ লাখের বেশি যাত্রী পরিবহন করেছে। এর রাজস্ব ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫ বিলিয়ন ডলার। এটি এমিরেটসের টানা তৃতীয় বছরের রেকর্ড মুনাফা। দীর্ঘ দূরত্বে ভ্রমণের চাহিদা বৃদ্ধি এবং জ্বালানি ব্যয় হ্রাস এই সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ যোগ্য কর্মীদের জন্য ২২ সপ্তাহের বোনাসও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
২০২২ সাল থেকে এখন পর্যন্ত এমিরেটস গ্রুপ ৪১ হাজার কর্মী নিয়োগ দিয়েছে। এর মধ্যে ২৭ হাজার কর্মী বিভিন্ন অপারেশনাল পদে। বর্তমানে তাদের মোট কর্মী সংখ্যা ১ লাখ ২১ হাজার ছাড়িয়েছে।
দুবাইভিত্তিক কর্মীদের জন্য এমিরেটস বিভিন্ন সুবিধা প্রদান করে, যেমন—লভ্যাংশ শেয়ারের সুযোগ, চিকিৎসা ও জীবনবিমা, ভ্রমণ সুবিধা (ফ্লাইট টিকিট সহ), বার্ষিক ছুটি, ছাড়মূল্যে কার্গো সেবা। এ ছাড়া বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট ও লাইফস্টাইল পণ্য বিক্রির কেন্দ্রে ডিসকাউন্ট কার্ডও প্রদান করে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গ্রুপ এমিরেটস। এর অন্তর্ভুক্ত রয়েছে ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’। এই দুটি বিভাগে চলতি বছরের মধ্যেই ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে এমিরেটস গ্রুপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩৫০ টির বেশি ভিন্ন ভিন্ন পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। সম্প্রসারণ পরিকল্পনা ও ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে এমিরেটস জানায়, বিশ্বব্যাপী প্রতিভাবান কর্মী খোঁজার এই অভিযানে বিভিন্ন দেশের শহরে ২ হাজার ১০০ টির বেশি ওপেন ডে ও নিয়োগ সংক্রান্ত ইভেন্ট আয়োজন করা হবে। এর মধ্যে দুবাইতে আয়োজিত অনুষ্ঠানগুলোর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষার্থী ও নতুন গ্র্যাজুয়েটদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
চাকরির ক্ষেত্রগুলোতে থাকছে—কেবিন ক্রু, পাইলট, প্রকৌশলী, বাণিজ্যিক ও বিক্রয় দল, গ্রাহক সেবা, গ্রাউন্ড হ্যান্ডেলিং, কেটারিং, তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ ও আর্থিক বিভাগ। এ ছাড়া ‘ডিনাটা’ আলাদাভাবে ৪ হাজারের বেশি কর্মী নিয়োগ করবে শুধুমাত্র কার্গো, কেটারিং ও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য।
এমিরেটস গ্রুপ ও এয়ারলাইনের চেয়ারম্যান এবং সিইও শেখ আহমেদ আল মাকতুম বলেছেন, ‘আমরা বিশ্বমানের প্রতিভা খুঁজছি, যারা আমাদের সাহসী লক্ষ্যকে বাস্তবায়ন করতে সহায়তা করবে।’
আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, চলতি অর্থবছরের (মার্চে শেষ হওয়া) হিসাবে এমিরেটস এয়ারলাইন কর পরিশোধের পরও মুনাফা করেছে ৫.২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১০.৬ শতাংশ বেশি। একই সময়ে প্রতিষ্ঠানটি ৫ কোটি ৩৬ লাখের বেশি যাত্রী পরিবহন করেছে। এর রাজস্ব ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫ বিলিয়ন ডলার। এটি এমিরেটসের টানা তৃতীয় বছরের রেকর্ড মুনাফা। দীর্ঘ দূরত্বে ভ্রমণের চাহিদা বৃদ্ধি এবং জ্বালানি ব্যয় হ্রাস এই সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ যোগ্য কর্মীদের জন্য ২২ সপ্তাহের বোনাসও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
২০২২ সাল থেকে এখন পর্যন্ত এমিরেটস গ্রুপ ৪১ হাজার কর্মী নিয়োগ দিয়েছে। এর মধ্যে ২৭ হাজার কর্মী বিভিন্ন অপারেশনাল পদে। বর্তমানে তাদের মোট কর্মী সংখ্যা ১ লাখ ২১ হাজার ছাড়িয়েছে।
দুবাইভিত্তিক কর্মীদের জন্য এমিরেটস বিভিন্ন সুবিধা প্রদান করে, যেমন—লভ্যাংশ শেয়ারের সুযোগ, চিকিৎসা ও জীবনবিমা, ভ্রমণ সুবিধা (ফ্লাইট টিকিট সহ), বার্ষিক ছুটি, ছাড়মূল্যে কার্গো সেবা। এ ছাড়া বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট ও লাইফস্টাইল পণ্য বিক্রির কেন্দ্রে ডিসকাউন্ট কার্ডও প্রদান করে।
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
১০ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
১১ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
১১ ঘণ্টা আগে