ক্রিপটোকারেন্সির প্রচার ও প্রতারণার অভিযোগে অভিশংসন ও আইনি মামলার মুখে পড়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলোই।
সোমবার বিবিসি জানিয়েছে, গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিব্রা নামে একটি একটি ক্রিপটো মুদ্রার প্রচারণা করেন মিলোই। তিনি এটিকে ছোট ব্যবসা ও স্টার্টআপগুলোর জন্য সহায়ক বলে উল্লেখ করেন এবং বিনিয়োগের জন্য একটি লিংক শেয়ার করেন। এর ফলে কয়েনটির মূল্য দ্রুত বৃদ্ধি পায়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি পোস্টটি মুছে ফেলেন। এর পরপরই মুদ্রাটির মূল্য ব্যাপকভাবে কমে যায় এবং বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন।
এ অবস্থায় দেশটির বিরোধী দলের কয়েকজন সাংসদ মিলোইয়ের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে, গতকাল রোববার আর্জেন্টিনার ফৌজদারি আদালতে মিলোইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলাও দায়ের করা হয়েছে।
অনলাইন বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতেও মিলোইয়ের বিরুদ্ধে অনেকেই ‘রাগ পুল’ বা ক্রিপটো জালিয়াতি পরিচালনার অভিযোগ আনছেন। এই কৌশলে প্রচারকারীরা ক্রিপটোকারেন্সির মূল্য কৃত্রিমভাবে বাড়িয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেন। পরে হঠাৎ করে লেনদেন বন্ধ করে তাঁরা অর্থ হাতিয়ে নেন।
অভিযোগকারীরা আরও উল্লেখ করেছেন, প্রেসিডেন্টের শেয়ার করা ওই লিংকে তাঁর পরিচিত একটি স্লোগানের ব্যবহার ছিল। এর ফলে, এটাই ইঙ্গিত করে যে, তিনি সরাসরি এর সঙ্গে যুক্ত ছিলেন।
এদিকে শনিবার আর্জেন্টিনার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, জনপ্রতিক্রিয়ার কারণে মুদ্রাটিকে ঘিরে অযথা জল্পনা-কল্পনা এড়াতেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে। মিলোই এই ক্রিপটো মুদ্রার উন্নয়নের সঙ্গে সরাসরি জড়িত নন এবং সরকারের দুর্নীতি দমন দপ্তর এই বিষয়ে তদন্ত করবে। কেউ অনিয়ম করলে তা খতিয়ে দেখা হবে, এমনকি এটি প্রেসিডেন্ট করলেও।
এই ঘটনার সুযোগ নিয়ে প্রেসিডেন্ট মিলোইয়ের রাজনৈতিক প্রতিপক্ষরা কড়া সমালোচনা শুরু করেছেন। মিলোইকে ‘ক্রিপটো প্রতারক’ বলে আখ্যা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান বিরোধী দলীয় নেতা ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কির্চনার। তাঁর পোস্টটি এখন পর্যন্ত ৬৪ লাখ ভিউ হয়েছে।
দেশটির প্রধান বিরোধী জোট এটিকে ‘অভূতপূর্ব কেলেঙ্কারি’ বলে উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের অভিশংসনের জন্য অনুরোধ জানানোর ঘোষণা দিয়েছে। এ ছাড়া বিরোধী সমাজতান্ত্রিক দলের নেতা এসতেবান পাওলন এক এক্স পোস্টে জানিয়েছেন, তিনি অভিশংসন প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক আবেদন করবেন।
ক্রিপটোকারেন্সির প্রচার ও প্রতারণার অভিযোগে অভিশংসন ও আইনি মামলার মুখে পড়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলোই।
সোমবার বিবিসি জানিয়েছে, গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিব্রা নামে একটি একটি ক্রিপটো মুদ্রার প্রচারণা করেন মিলোই। তিনি এটিকে ছোট ব্যবসা ও স্টার্টআপগুলোর জন্য সহায়ক বলে উল্লেখ করেন এবং বিনিয়োগের জন্য একটি লিংক শেয়ার করেন। এর ফলে কয়েনটির মূল্য দ্রুত বৃদ্ধি পায়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি পোস্টটি মুছে ফেলেন। এর পরপরই মুদ্রাটির মূল্য ব্যাপকভাবে কমে যায় এবং বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন।
এ অবস্থায় দেশটির বিরোধী দলের কয়েকজন সাংসদ মিলোইয়ের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে, গতকাল রোববার আর্জেন্টিনার ফৌজদারি আদালতে মিলোইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলাও দায়ের করা হয়েছে।
অনলাইন বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতেও মিলোইয়ের বিরুদ্ধে অনেকেই ‘রাগ পুল’ বা ক্রিপটো জালিয়াতি পরিচালনার অভিযোগ আনছেন। এই কৌশলে প্রচারকারীরা ক্রিপটোকারেন্সির মূল্য কৃত্রিমভাবে বাড়িয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেন। পরে হঠাৎ করে লেনদেন বন্ধ করে তাঁরা অর্থ হাতিয়ে নেন।
অভিযোগকারীরা আরও উল্লেখ করেছেন, প্রেসিডেন্টের শেয়ার করা ওই লিংকে তাঁর পরিচিত একটি স্লোগানের ব্যবহার ছিল। এর ফলে, এটাই ইঙ্গিত করে যে, তিনি সরাসরি এর সঙ্গে যুক্ত ছিলেন।
এদিকে শনিবার আর্জেন্টিনার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, জনপ্রতিক্রিয়ার কারণে মুদ্রাটিকে ঘিরে অযথা জল্পনা-কল্পনা এড়াতেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে। মিলোই এই ক্রিপটো মুদ্রার উন্নয়নের সঙ্গে সরাসরি জড়িত নন এবং সরকারের দুর্নীতি দমন দপ্তর এই বিষয়ে তদন্ত করবে। কেউ অনিয়ম করলে তা খতিয়ে দেখা হবে, এমনকি এটি প্রেসিডেন্ট করলেও।
এই ঘটনার সুযোগ নিয়ে প্রেসিডেন্ট মিলোইয়ের রাজনৈতিক প্রতিপক্ষরা কড়া সমালোচনা শুরু করেছেন। মিলোইকে ‘ক্রিপটো প্রতারক’ বলে আখ্যা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান বিরোধী দলীয় নেতা ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কির্চনার। তাঁর পোস্টটি এখন পর্যন্ত ৬৪ লাখ ভিউ হয়েছে।
দেশটির প্রধান বিরোধী জোট এটিকে ‘অভূতপূর্ব কেলেঙ্কারি’ বলে উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের অভিশংসনের জন্য অনুরোধ জানানোর ঘোষণা দিয়েছে। এ ছাড়া বিরোধী সমাজতান্ত্রিক দলের নেতা এসতেবান পাওলন এক এক্স পোস্টে জানিয়েছেন, তিনি অভিশংসন প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক আবেদন করবেন।
নোবেল কমিটির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরিবর্তে ভেনেজুয়েলার বিরোধী নেত্রীকে পুরস্কার দেওয়ায় হোয়াইট হাউস একে ‘রাজনীতির জয়’ বলে অভিহিত করেছে।
১ ঘণ্টা আগেঅযোধ্যার রামমন্দিরের পাশে পাগলাভরি গ্রামে বৃহস্পতিবার ভোরের নীরবতা ভেঙেছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে। চোখের পলকে একটি বাড়ি ধসে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত। স্থানীয় প্রশাসনের ধারণা, অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
১ ঘণ্টা আগেগাজা সিটির শেখ রাদওয়ান এলাকার বাসিন্দা ৪০ বছর বয়সী ইসমাইল জায়দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমার বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে। এ জন্য আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু চারপাশের সব শেষ। আমার প্রতিবেশীদের বাড়ি ধ্বংস হয়ে গেছে; পুরো পাড়া-পড়শি নিশ্চিহ্ন।’
৩ ঘণ্টা আগেআফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধারাবাহিক বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, একাধিক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কাবুল। তবে এ ঘটনার উৎস ও ক্ষয়ক্ষতির মাত্রা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
৩ ঘণ্টা আগে