আজকের পত্রিকা ডেস্ক
সমুদ্রে টানা ৫৫ দিন ভেসে থেকে প্রাণে বেঁচে গেছেন পাঁচ জেলে। স্থানীয় সময় শনিবার তাঁদের ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এক বন্দরে নিয়ে যাওয়া হয়। একটি টুনা ধরার নৌকা ওই পাঁচজনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে ইকুয়েডর নৌবাহিনী।
রোববার সিএনএন জানিয়েছে, জেলেদের মধ্যে তিনজন পেরু ও দুজন কলম্বিয়ার নাগরিক। তাঁরা মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে নিখোঁজ ছিলেন। অবশেষে গত ৭ মে ‘আলদো’ নামে একটি ইকুয়েডরিয়ান নৌকা তাদের খুঁজে পায়।
ইকুয়েডর নৌবাহিনী জানিয়েছে, পেরুর রাজধানী লিমার দক্ষিণে পুকুসানা উপসাগর থেকে যাত্রা শুরুর দুই দিনের মাথায় জেলেদের নৌকার অল্টারনেটর বিকল হয়ে পড়েছিল। এর ফলে নৌকার যোগাযোগ ও নেভিগেশন যন্ত্র সব অচল হয়ে যায় এবং নৌকার বিদ্যুৎও বন্ধ হয়ে যায়।
নৌবাহিনীর ফ্রিগেট ক্যাপ্টেন মারিয়া ফারেস অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ‘তাঁদের নৌকায় স্টার্টার, লাইটসহ ব্যাটারি সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। তাঁরা ইঞ্জিন থেকে মরিচাযুক্ত পানি সংগ্রহ করে পান করতেন এবং যখনই কোনো মাছ চোখে পড়ত, সেটি ধরে আধসেদ্ধ করে খেতেন।’
এ ছাড়া বৃষ্টির পানি ও সামান্য পরিমাণে সাগরের পানিও তাদের বেঁচে থাকার অবলম্বন ছিল।
জেলেরা এখন স্থিতিশীল শারীরিক অবস্থায় আছেন। তাঁদের নিজ নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার জন্য স্থানীয় ও বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে ইকুয়েডর নৌবাহিনী।
এর আগে, চলতি বছরের শুরুর দিকে পেরুর ৬১ বছর বয়সী জেলে মাক্সিমো নাপা একা একা ৯৫ দিন সাগরে ভেসে ছিলেন। পরে তিনিও বেঁচে ফেরেন। নাপাকেও একটি ইকুয়েডরিয়ান নৌকা উদ্ধার করে এবং মার্চের মাঝামাঝি সময়ে তিনি লিমায় ফিরে পরিবারের সঙ্গে মিলিত হন।
সমুদ্রে টানা ৫৫ দিন ভেসে থেকে প্রাণে বেঁচে গেছেন পাঁচ জেলে। স্থানীয় সময় শনিবার তাঁদের ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এক বন্দরে নিয়ে যাওয়া হয়। একটি টুনা ধরার নৌকা ওই পাঁচজনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে ইকুয়েডর নৌবাহিনী।
রোববার সিএনএন জানিয়েছে, জেলেদের মধ্যে তিনজন পেরু ও দুজন কলম্বিয়ার নাগরিক। তাঁরা মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে নিখোঁজ ছিলেন। অবশেষে গত ৭ মে ‘আলদো’ নামে একটি ইকুয়েডরিয়ান নৌকা তাদের খুঁজে পায়।
ইকুয়েডর নৌবাহিনী জানিয়েছে, পেরুর রাজধানী লিমার দক্ষিণে পুকুসানা উপসাগর থেকে যাত্রা শুরুর দুই দিনের মাথায় জেলেদের নৌকার অল্টারনেটর বিকল হয়ে পড়েছিল। এর ফলে নৌকার যোগাযোগ ও নেভিগেশন যন্ত্র সব অচল হয়ে যায় এবং নৌকার বিদ্যুৎও বন্ধ হয়ে যায়।
নৌবাহিনীর ফ্রিগেট ক্যাপ্টেন মারিয়া ফারেস অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ‘তাঁদের নৌকায় স্টার্টার, লাইটসহ ব্যাটারি সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। তাঁরা ইঞ্জিন থেকে মরিচাযুক্ত পানি সংগ্রহ করে পান করতেন এবং যখনই কোনো মাছ চোখে পড়ত, সেটি ধরে আধসেদ্ধ করে খেতেন।’
এ ছাড়া বৃষ্টির পানি ও সামান্য পরিমাণে সাগরের পানিও তাদের বেঁচে থাকার অবলম্বন ছিল।
জেলেরা এখন স্থিতিশীল শারীরিক অবস্থায় আছেন। তাঁদের নিজ নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার জন্য স্থানীয় ও বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে ইকুয়েডর নৌবাহিনী।
এর আগে, চলতি বছরের শুরুর দিকে পেরুর ৬১ বছর বয়সী জেলে মাক্সিমো নাপা একা একা ৯৫ দিন সাগরে ভেসে ছিলেন। পরে তিনিও বেঁচে ফেরেন। নাপাকেও একটি ইকুয়েডরিয়ান নৌকা উদ্ধার করে এবং মার্চের মাঝামাঝি সময়ে তিনি লিমায় ফিরে পরিবারের সঙ্গে মিলিত হন।
খাইবার পাখতুনখাওয়ায় অতীতেও বহু সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছে এবং সেখানে বহু বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। চলতি বছরের জুনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল, খাইবার পাখতুনখাওয়ায় বারবার ড্রোন হামলা পাকিস্তানে বেসামরিক জীবনকে ভয়াবহভাবে অবজ্ঞা করার ইঙ্গিত দেয়।
২১ মিনিট আগেগাজায় ইসরায়েলি সেনাদের (আইডিএফ) পরিবর্তে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানোর উদ্যোগ নিয়েছে ফ্রান্স। যুদ্ধ শেষে এই বাহিনী অঞ্চলটির দায়িত্ব নেবে এবং হামাসকে নিরস্ত্র করার কাজ করবে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল প্রাপ্ত খসড়া প্রস্তাবের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেযুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েলের হুঁশিয়ারির জবাবে পাল্টা হুমকি দিল যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার সতর্ক করে বলেন, পশ্চিম তীরের কোনো ভূমি নতুন করে দখল করলে ইসরায়েলের পরিণত হবে ভয়াবহ।
২ ঘণ্টা আগেফ্রান্স ও সৌদি আরব আজ সোমবার ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে সমর্থন জোগাড়ের লক্ষ্যে এক বহুজাতিক সম্মেলনের আয়োজন করছেন। অন্তত কয়েক ডজন দেশের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। আশা করা হচ্ছে, এদের মধ্যে বেশ কয়েকজন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন। তবে এই পদক্ষেপের তীব্র...
৩ ঘণ্টা আগে