অনলাইন ডেস্ক
পেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
সোমবার সিএনএন জানিয়েছে, ২০০০ সালে একটি বার্থ থেকে ৫ হাজার ব্যারেল অশোধিত তেল মারানিওন নদীতে মিশে গেলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটে। নদীর ওপর কালো কুচকুচে স্তর পড়ে, পানি দূষিত হয়, প্রাণ হারায় মাছ ও ডলফিন। স্থানীয় মানুষের একমাত্র পানির উৎস ও জীবিকার মাধ্যম ছিল এই নদী।
তবে নদীটির দূষণের ক্ষেত্রে এটি একমাত্র ঘটনা নয়। পেরুর সরকারি সংস্থা ওসিনারজমিন-এর তথ্য অনুযায়ী, ১৯৯৭ থেকে ২০২২ সাল পর্যন্ত উত্তর পেরুর তেল পাইপলাইনের আশপাশে ৮০ টির বেশি তেল দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনা মারানিওন নদীকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
এই বাস্তবতায় দাঁড়িয়ে কুকামা সম্প্রদায়ের নারী মারি লুস কানাকুইরি মুরাইয়ারি গড়ে তোলেন ‘হুয়াইনাকানা কামাতাহুয়ারা কানা’ নামে নারীদের একটি সংগঠন। বিগত দুই দশকেরও বেশি সময় ধরে তাঁরা আন্দোলন, বিক্ষোভ, চিঠি চালাচালি ও নদী অবরোধ করে নদী রক্ষার চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে তাঁরা কোনো ইতিবাচক সাড়া পাননি।
তাই ২০১৪ সালে তাঁরা আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। ‘লিগ্যাল ডিফেন্স ইনস্টিটিউট’ এবং আন্তর্জাতিক সংগঠন ‘আর্থ ল’ সেন্টারের সহযোগিতায় তাঁরা মারানিওন নদীর জন্য ‘আইনি ব্যক্তিত্ব’ স্বীকৃতির দাবিতে মামলা দায়ের করেন। বিশ্বের অন্যান্য নদীর মতো—যেমন কলম্বিয়ার অ্যাত্রাটো, নিউজিল্যান্ডের হোয়াংগানুই, কানাডার ম্যাগপাই—মারানিওনকেও আইনি সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।
দীর্ঘ দুই বছরের আইনি লড়াই শেষে ২০২৪ সালের মার্চে পেরুর ফেডারেল আদালত এক ঐতিহাসিক রায়ে মারানিওন নদীকে আইনি ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেন। এর ফলে নদীটি এখন নিজস্ব অস্তিত্ব ও পরিবেশগত স্বাস্থ্যের অধিকার রাখে। রায় অনুযায়ী—রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোপেরুকে নদীর দূষণ দূরীকরণ ও সংরক্ষণ পরিকল্পনা গ্রহণের আদেশ দেওয়া হয়েছে। কুকামা ও অন্যান্য আদিবাসীদের নদীটির ‘অভিভাবক ও রক্ষক’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
তবে এই রায়কে ‘প্রথম ধাপ’ হিসেবে দেখছেন কানাকুইরি মুরাইয়ারি। তাঁর মতে, এই রায়ের ফলে সরাসরি তেল উত্তোলন বন্ধ হবে না। তবে এটি নদীর বিরুদ্ধে যে কোনো ভবিষ্যৎ ক্ষতির বিরুদ্ধে আইনি প্রতিরোধ গড়ার সুযোগ এনে দেবে।
এই অবদানের জন্য মারি লুস কানাকুইরি মুরাইয়ারিকে এ বছরের গোল্ডম্যান পরিবেশ পুরস্কার প্রদান করা হয়েছে। তিনি বলেন, ‘আমার এই কাজ শুধু কুকামা জনগণের জন্য নয়, বরং সমগ্র পৃথিবীর জন্য। কারণ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই পৃথিবীকে রক্ষা করতে হবে।’
পেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
সোমবার সিএনএন জানিয়েছে, ২০০০ সালে একটি বার্থ থেকে ৫ হাজার ব্যারেল অশোধিত তেল মারানিওন নদীতে মিশে গেলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটে। নদীর ওপর কালো কুচকুচে স্তর পড়ে, পানি দূষিত হয়, প্রাণ হারায় মাছ ও ডলফিন। স্থানীয় মানুষের একমাত্র পানির উৎস ও জীবিকার মাধ্যম ছিল এই নদী।
তবে নদীটির দূষণের ক্ষেত্রে এটি একমাত্র ঘটনা নয়। পেরুর সরকারি সংস্থা ওসিনারজমিন-এর তথ্য অনুযায়ী, ১৯৯৭ থেকে ২০২২ সাল পর্যন্ত উত্তর পেরুর তেল পাইপলাইনের আশপাশে ৮০ টির বেশি তেল দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনা মারানিওন নদীকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
এই বাস্তবতায় দাঁড়িয়ে কুকামা সম্প্রদায়ের নারী মারি লুস কানাকুইরি মুরাইয়ারি গড়ে তোলেন ‘হুয়াইনাকানা কামাতাহুয়ারা কানা’ নামে নারীদের একটি সংগঠন। বিগত দুই দশকেরও বেশি সময় ধরে তাঁরা আন্দোলন, বিক্ষোভ, চিঠি চালাচালি ও নদী অবরোধ করে নদী রক্ষার চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে তাঁরা কোনো ইতিবাচক সাড়া পাননি।
তাই ২০১৪ সালে তাঁরা আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। ‘লিগ্যাল ডিফেন্স ইনস্টিটিউট’ এবং আন্তর্জাতিক সংগঠন ‘আর্থ ল’ সেন্টারের সহযোগিতায় তাঁরা মারানিওন নদীর জন্য ‘আইনি ব্যক্তিত্ব’ স্বীকৃতির দাবিতে মামলা দায়ের করেন। বিশ্বের অন্যান্য নদীর মতো—যেমন কলম্বিয়ার অ্যাত্রাটো, নিউজিল্যান্ডের হোয়াংগানুই, কানাডার ম্যাগপাই—মারানিওনকেও আইনি সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।
দীর্ঘ দুই বছরের আইনি লড়াই শেষে ২০২৪ সালের মার্চে পেরুর ফেডারেল আদালত এক ঐতিহাসিক রায়ে মারানিওন নদীকে আইনি ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেন। এর ফলে নদীটি এখন নিজস্ব অস্তিত্ব ও পরিবেশগত স্বাস্থ্যের অধিকার রাখে। রায় অনুযায়ী—রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোপেরুকে নদীর দূষণ দূরীকরণ ও সংরক্ষণ পরিকল্পনা গ্রহণের আদেশ দেওয়া হয়েছে। কুকামা ও অন্যান্য আদিবাসীদের নদীটির ‘অভিভাবক ও রক্ষক’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
তবে এই রায়কে ‘প্রথম ধাপ’ হিসেবে দেখছেন কানাকুইরি মুরাইয়ারি। তাঁর মতে, এই রায়ের ফলে সরাসরি তেল উত্তোলন বন্ধ হবে না। তবে এটি নদীর বিরুদ্ধে যে কোনো ভবিষ্যৎ ক্ষতির বিরুদ্ধে আইনি প্রতিরোধ গড়ার সুযোগ এনে দেবে।
এই অবদানের জন্য মারি লুস কানাকুইরি মুরাইয়ারিকে এ বছরের গোল্ডম্যান পরিবেশ পুরস্কার প্রদান করা হয়েছে। তিনি বলেন, ‘আমার এই কাজ শুধু কুকামা জনগণের জন্য নয়, বরং সমগ্র পৃথিবীর জন্য। কারণ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই পৃথিবীকে রক্ষা করতে হবে।’
কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি গত মার্চে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মাধ্যমে তিনি সেই বিরল গোষ্ঠীতে যোগ দেন, যারা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান থাকার পর দেশের নেতৃত্ব দিয়েছেন। কার্নি ছাড়াও আরও কয়েকজন কেন্দ্রীয় ব্যাংক সাবেক গভর্নর নিজ দেশের প্রধানমন্ত্রী হয়
১ ঘণ্টা আগেনেদারল্যান্ডসের রটারডামে একটি জাদুঘরে আমেরিকান শিল্পী মার্ক রথকোর আঁকা একটি চিত্রকর্ম নষ্ট করেছে এক শিশু। চিত্রকর্মটির বর্তমান মূল্য কয়েকটি কোটা পাউন্ড!
১ ঘণ্টা আগেবিভ্রাটের কারণে ব্যাপকভাবে বিঘ্নিত হয় জনজীবন। স্পেনের মাদ্রিদে শহরজুড়ে বিভিন্ন স্থানে প্রায় ২০০টি লিফট আটকে পড়ে। আটকে পড়াদের বেশির ভাগই শ্বাসকষ্ট এবং অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শহরজুড়ে প্রায় ১৬৭টি জরুরি সেবা দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। বিদ্যুৎ বিভ্রাটে
২ ঘণ্টা আগেকানাডার জাতীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি ক্ষমতা ধরে রেখেছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে দলটি। এ নিয়ে দলটি টানা চতুর্থবার জিতল। বিপরীতে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভর হার স্বীকার করে নিয়েছেন।
২ ঘণ্টা আগে