রাজ্য সংগীত বদলানোর প্রস্তাব স্থানীয় নেতার, তামিলনাড়ুজুড়ে উত্তেজনা
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ‘রাজ্য সংগীত’ বদলানোর প্রস্তাব দিয়েছেন এক নেতা। নাম তামিলার কাচ্চি বা আমার তামিল পার্টির নেতা সীমান প্রস্তাব দিয়েছেন, তাঁর দল ক্ষমতায় আসলে তামিলনাড়ুর রাজ্য সংগীত ‘তামিল থাই ভাস্তু’ পরিবর্তন করা হবে। গতকাল রোববার তিনি এই প্রস্তাব দেন। তাঁর এই প্রস্তাব রাজ্যের রাজ