কলকাতা প্রতিনিধি
ছত্তিশগড়ের সুকমা জেলায় আজ সোমবার (৯ জুন) সকালে আইইডি বিস্ফোরণে নিহত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আকাশ রাও গিরিপুঞ্জে। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুই নিরাপত্তাকর্মী। বিস্ফোরণটি ঘটে সুকমার কন্তা থানার অন্তর্গত দোন্দরা গ্রামের কাছে, এ সময় পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের (সিআরপিএফ) একটি যৌথ দল পেট্রোলিংয়ে বেরিয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, মাটিতে পুঁতে রাখা ছিল একটি শক্তিশালী প্রেসার আইইডি। এএসপি গিরিপুঞ্জের নেতৃত্বে একটি দল যখন এলাকাটি টহল দিচ্ছিল, ঠিক তখনই বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরে রায়পুরে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত এএসপি আকাশ রাও গিরিপুঞ্জে ২০১৩ ব্যাচের এক দক্ষ এবং সাহসী অফিসার ছিলেন। মাওবাদী অধ্যুষিত এলাকায় কাজ করতে গিয়ে তিনি বহুবার সাফল্য অর্জন করেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তাঁর মৃত্যুতে রাজ্যের নিরাপত্তা মহলে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার পরপরই গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। আরও আইইডি পুঁতে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ও রাজ্য পুলিশের যৌথ টিম।
রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রী বিজয় শর্মা এক বিবৃতিতে বলেছেন, ‘আকাশ গিরিপুঞ্জের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।’ তিনি মাওবাদীদের উদ্দেশে বলেন, ‘সহিংসতা বন্ধ করে আত্মসমর্পণের পথে আসুন।’
প্রসঙ্গত, আগামীকাল ১০ জুন মাওবাদীদের ডাকা বন্ধ (হরতাল) উপলক্ষে সুকমা ও সংলগ্ন এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। তারই অংশ হিসেবে এই পেট্রোলিং চলছিল বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আহতদের রায়পুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং সুকমার বিভিন্ন এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, এই বিস্ফোরণ তাদের মনোবল নষ্ট করতে পারবে না। মাওবাদী দমন অভিযানে কোনো রকম ছাড় দেওয়া হবে না।
ছত্তিশগড়ের সুকমা জেলায় আজ সোমবার (৯ জুন) সকালে আইইডি বিস্ফোরণে নিহত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আকাশ রাও গিরিপুঞ্জে। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুই নিরাপত্তাকর্মী। বিস্ফোরণটি ঘটে সুকমার কন্তা থানার অন্তর্গত দোন্দরা গ্রামের কাছে, এ সময় পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের (সিআরপিএফ) একটি যৌথ দল পেট্রোলিংয়ে বেরিয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, মাটিতে পুঁতে রাখা ছিল একটি শক্তিশালী প্রেসার আইইডি। এএসপি গিরিপুঞ্জের নেতৃত্বে একটি দল যখন এলাকাটি টহল দিচ্ছিল, ঠিক তখনই বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরে রায়পুরে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত এএসপি আকাশ রাও গিরিপুঞ্জে ২০১৩ ব্যাচের এক দক্ষ এবং সাহসী অফিসার ছিলেন। মাওবাদী অধ্যুষিত এলাকায় কাজ করতে গিয়ে তিনি বহুবার সাফল্য অর্জন করেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তাঁর মৃত্যুতে রাজ্যের নিরাপত্তা মহলে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার পরপরই গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। আরও আইইডি পুঁতে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ও রাজ্য পুলিশের যৌথ টিম।
রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রী বিজয় শর্মা এক বিবৃতিতে বলেছেন, ‘আকাশ গিরিপুঞ্জের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।’ তিনি মাওবাদীদের উদ্দেশে বলেন, ‘সহিংসতা বন্ধ করে আত্মসমর্পণের পথে আসুন।’
প্রসঙ্গত, আগামীকাল ১০ জুন মাওবাদীদের ডাকা বন্ধ (হরতাল) উপলক্ষে সুকমা ও সংলগ্ন এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। তারই অংশ হিসেবে এই পেট্রোলিং চলছিল বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আহতদের রায়পুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং সুকমার বিভিন্ন এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, এই বিস্ফোরণ তাদের মনোবল নষ্ট করতে পারবে না। মাওবাদী দমন অভিযানে কোনো রকম ছাড় দেওয়া হবে না।
সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ। আল-কাবাস পত্রিকাকে তিনি জানান, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু ‘প্রতারক’ শনাক্ত করা হয়েছে।
২৬ মিনিট আগেমিছিলের অগ্রভাগে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী; তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, সুস্মিতা দেব; সমাজবাদী পার্টির অখিলেশ যাদব; শিবসেনার সঞ্জয় রাউতসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা। তাঁদের হাতে ‘চুপি চুপি ভোটের কারচুপি?’ লেখা পোস্টার ছিল এবং তাঁরা ‘ভোট চুরি মানছি না, মানব না’ স্লোগান দিচ্ছিলেন।
২৮ মিনিট আগেভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩ হাজার ২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
২ ঘণ্টা আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
২ ঘণ্টা আগে