Ajker Patrika

মারা গেছেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব 

মারা গেছেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব 

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব মারা গেছেন। ৮৩ বছর বয়সী এই নেতা প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার সকালে মারা যান। উত্তর প্রদেশের গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, ‘মুলায়ম সিং যাদবের মৃত্যুতে আমি ব্যথিত। তিনি অসাধারণ এক ব্যক্তিত্ব এবং একজন নম্র ও তৃণমূল নেতা হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন।’ 

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁর মৃত্যুতে তিনদের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। 

উত্তর প্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী ১৯৯৬ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। ১৯৩৯ সালের ২২ নভেম্বর জন্ম নেওয়া এই নেতা ১৯৬৭ সালে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হন। সব মিলিয়ে মুলায়ম সিং যাদব ১০ বার বিধায়ক নির্বাচিত হন। লোকসভার নির্বাচিত হন ৭ বার। রাজনীতির একপর্যায়ে তাঁকে অনেকেই ভারতের প্রধানমন্ত্রীর পদের জন্য বিবেচনা করতেন অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত