Ajker Patrika

সেনাদের জন্য ভারতই তৈরি করল নতুন রাইফেল ‘উগরাম’

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২০: ৫৩
সেনাদের জন্য ভারতই তৈরি করল নতুন রাইফেল ‘উগরাম’

‘উগরাম’ নামে সম্পূর্ণ নতুন একটি অ্যাসল্ট রাইফেল উন্মোচন করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা (ডিআরডিও)। ‘উগরাম’ শব্দটির অর্থ হলো—হিংস্র। মাত্র ১০০ দিনের প্রচেষ্টায় বিধ্বংসী এই অস্ত্রটি তৈরি করা সম্ভব হয়েছে বলে আজ মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে। রাইফেলটি তৈরি ও উৎপাদনে কাজ করছে হায়দরাবাদ-ভিত্তিক অস্ত্র গবেষণাবিষয়ক প্রতিষ্ঠান এআরডিই। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে—‘ইনসাস’ নামে নিজেদের তৈরি আরও একটি রাইফেল ভারতের সামরিক, আধাসামরিক ও পুলিশ বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে ব্যবহার করছে। ওই রাইফেলটিতে ৫.৬২ মিলিমিটারের গুলি ব্যবহার করা হয়। তবে নতুন রাইফেল উগরাম-এ ব্যবহৃত হবে ৭.৬২ মিলিমিটারের গুলি। এর ফলে ইনসাস-এর তুলনায় উগরাম হবে আরও বিধ্বংসী। ভারতের নিরাপত্তা বাহিনীগুলোর চাহিদার ওপর ভিত্তি করে নতুন রাইফেলটি প্রস্তুত করা হয়েছে। 

নতুন রাইফেলটি সেনাবাহিনী ছাড়াও আধাসামরিক ও পুলিশবাহিনীর মাঝেও সরবরাহ করা হবে বলে জানা গেছে। চার কেজি ওজনের এই রাইফেলটিতে একসঙ্গে ৫১টি গুলির বেল্ট সংযুক্ত করা যাবে। আর ওই গুলিগুলো ৫০০ মিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে পারবে। 

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, দেশটির সশস্ত্র বাহিনীতে অ্যাসল্ট রাইফেলের সংখ্যা কমে আসছিল। অ্যাসল্ট রাইফেলের ঘাটতি পূরণের জন্য সাধারণত রাশিয়া থেকে একে-২০৩ রাইফেল আমদানি করে ভারত। কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে এই রাইফেলের আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় আত্মনির্ভরতার অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে নতুন ঘাতক রাইফেল তৈরিতে সাফল্য পেয়েছে ভারত। 

জানা গেছে, রাইফেলটি তৈরি করতে রাতদিন পরিশ্রম করেছেন এআরডিই-এর কর্মী ও কর্মকর্তারা। এই সংস্থার প্রধান এ রাজু জানিয়েছেন, মাত্র ১০০ দিনের মধ্যেই রাইফেলটি তাঁরা তৈরি করে ফেলেছেন। নকশা আগে থেকেই করা ছিল, তাই কম সময়ের মধ্যেই অস্ত্রটি তৈরি করা সম্ভব হয়েছে বলেও জানান রাজু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত