Ajker Patrika

অক্সিজেনের জন্য হাহাকার, অথচ রপ্তানি বেড়েছে ৭৩৪%

অক্সিজেনের জন্য হাহাকার, অথচ রপ্তানি বেড়েছে ৭৩৪%

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে।  অথচ এর মধ্যে রেকর্ড পরিমান অক্সিজেন রপ্তানি করেছে ভারত।

সরকারি তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ভারত মোট ৯ হাজার টন অক্সিজেন রপ্তানি করেছে।

যেখানে ২০১৯–২০ অর্থবছরে ভারত সাড়ে ৪ হাজার টন অক্সিজেন রপ্তানি করে। তবে এরপর থেকেই রপ্তানি বেড়ে দ্বিগুণ হয়েছে। 

২০২০ সালের জানুয়ারিতে ভারত ৩৫২ টন অক্সিজেন রপ্তানি করে। এই রপ্তানির পরিমাণ ২০২১ সালের একই সময়ে এসে ৭৩৪ শতাংশ বেড়েছে।

গত বছরের ডিসেম্বর ভারত থেকে ২ হাজার ১৯৩ টন অক্সিজেন রপ্তানি করা হয়। ২০১৯ সালের ডিসেম্বরে অক্সিজেন রপ্তানির পরিমাণ ছিল ৫৩৮ টন। অর্থাৎ এসময় রপ্তানির হার বেড়েছে ৩০৮ শতাংশ হয়েছে। তবে গত ফেব্রুয়ারি এবং মার্চে রপ্তানির তথ্য এখনও প্রকাশ করা হয়নি। 

ভারতের অক্সিজেন রপ্তানির পরিমান এমন অস্বাভাবিক বৃদ্ধির তথ্য–উপাত্ত প্রকাশ্যে আসার পরই মোদি সরকারের নীতি প্রশ্নের মুখে পড়েছে। গতকাল মঙ্গলবার দিল্লির শীর্ষ বেশ কয়েকটি হাসপাতাল বলেছে, তাদের কাছে আর কয়েক ঘণ্টা চালানোর মতো অক্সিজেন রয়েছে।

সঙ্কট মোকাবিলায় অবিলম্বে শিল্পক্ষেত্রে অক্সিজেন সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছেন দিল্লির আদালত। গতকাল কোভিড-১৯ নিয়ে একটি মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট মন্তব্য করে,  শিল্পক্ষেত্র অক্সিজেনের জন্য অপেক্ষা করতে পারবে। কিন্তু রোগীরা নন। এর সঙ্গে মানুষের জীবন জড়িয়ে রয়েছে।

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ১ কোটি ৫৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৫৫৩ জনে। আর বর্তমানে ২১ লাখ ৫৭ হাজার ৫৩৮ জন করোনা রোগী চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত