Ajker Patrika

করোনাভাইরাসে আক্রান্ত সোনিয়া গান্ধী

করোনাভাইরাসে আক্রান্ত সোনিয়া গান্ধী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা সোনিয়া গান্ধীর কোভিড পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোনিয়া গান্ধীর কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি জানিয়ে রণদ্বীপ সিং সুরজেওয়ালার বলেছেন, ‘হালকা জ্বরসহ কোভিডের বেশ কিছু লক্ষণ দেখা গেছে তাঁর মধ্যে। তিনি নিজেকে আইসোলেটেড করে নিয়েছেন। তাঁকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে।’ 

সুরজেওয়ালা আরও বলেন, ‘কংগ্রেসের অধিকাংশ নেতা–কর্মীসহ অনেকেই তাঁর ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা তাদের আশ্বস্ত করতে চাই যে, তিনি দ্রুত সেরে উঠছেন এবং তিনি ভালো আছেন।’

এদিকে, কংগ্রেস সভানেত্রীর অসুস্থতার খবরে দ্রুত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে মোদি সোনিয়া গান্ধীর দ্রুত আরোগ্য কামনা করেন। টুইটে মোদি লিখেন, ‘সোনিয়া গান্ধীজি দ্রুত কোভিড থেকে সেরে উঠুন এই প্রত্যাশা ব্যক্ত করছি।’ 

সোনিয়া গান্ধীর এমন এক সময়ে কোভিড ধরা পড়ল যার মাত্র ১ দিন আগে ভারতের আর্থিক কেলেঙ্কারির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট-ইডি একটি সংবাদমাধ্যমের তহবিল তছরুপের দায়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত