Ajker Patrika

ভারতে ফের এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

আপডেট : ১৯ মে ২০২১, ১৮: ৪১
ভারতে ফের এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ঢাকা: করোনাভাইরাসের প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ে খাবি খাচ্ছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৪ হাজার ৫২৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে । দৈনিক হিসাবে এটি ভারতে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এদিকে গত এক দিনে ভারতে ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

আজ বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

একদিন আগে অর্থাৎ গতকাল মঙ্গলবার ভারতে ৪৩২৯ জনের মৃত্যু হয়েছিল। তখন সেটিই ছিল দেশটিতে মহামারিতে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৩৩০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন দুই লাখ ৮৩ হাজার ২৭৬ জন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ড. সৌম্যা স্বামীনাথন বলেছেন, ভারতের এখনো অনেক জায়গা রয়েছে যেখানে করোনার সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনায় প্রকৃত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা জানা যাচ্ছে না। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ভারতের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত