Ajker Patrika

খেলা দেখে টাকা না দেওয়ায় চলন্ত ট্রেনে সাপ ছেড়ে দিল সাপুড়েরা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ২৩
খেলা দেখে টাকা না দেওয়ায় চলন্ত ট্রেনে সাপ ছেড়ে দিল সাপুড়েরা

একসময় গ্রামে-গঞ্জে সাপের খেলা দেখাতেন সাপুড়েরা। বিনিময়ে তাঁদের দিতে হতো অর্থ-কড়ি বা চাল-কুঁড়ো। না দিলে ঘরে বা গায়ের মধ্যে সাপ ছেড়ে দেওয়ার ভয় দেখাতেন, কিন্তু ছেড়ে দিতেন না। সর্বোচ্চ মনে মনে অভিশাপ দিয়েই গ্রাম ছাড়তেন। 

কিন্তু ভারতে এক ট্রেনের মধ্যে খেলা দেখিয়ে মনমতো টাকা না পেয়ে সাপুড়েরা সত্যি সত্যি বগির মধ্যে সাপ ছেড়ে দিয়েছেন। তা দেখে প্রাণে বাঁচতে ছোটাছুটি করে যাত্রীরা। ভয়ানক এ ঘটনা ভারতের হাওড়া থেকে গোয়ালিয়রে যাওয়ার পথে চম্বল এক্সপ্রেসের ট্রেনে ঘটেছে।

ট্রেনটি যখন চলছিল, তখন একদল সাপুড়ে ওঠেন। উঠেই সাপের খেলা দেখাতে শুরু করেন তাঁরা। খেলা দেখানো শেষে টাকা দিতে রাজি না হওয়ায় রেগে যান সাপুড়েরা। যাত্রীদের সঙ্গে শুরু হয় তর্কবিতর্ক। একপর্যায়ে সাপ ছেড়ে দেন ট্রেনের ভেতরে। এতে বিপদের মধ্যে পড়ে যায় যাত্রীরা। 

ট্রেনের ভেতরে এমন ঘটনা আতঙ্কের পরিবেশ তৈরি করে। অনেকেই লুকিয়ে পড়েন বাথরুমে। ট্রেনের মেঝেতে কিলবিল করতে থাকে সাপ। ট্রেন তখন ছুটছে প্রচণ্ড গতিতে। ফলে কেউ নামতেও পারছিল না। এরই মধ্যে যাত্রী রেলওয়ে কন্ট্রোলরুমে ফোন করেন। 

পরে ট্রেন থামালে সাপুড়েরা সাপ নিয়ে স্টেশনে নেমে পড়েন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত