Ajker Patrika

করোনায় ভারতে মৃত্যু ১০ লাখ ছাড়াতে পারে : ল্যানসেট জার্নাল

আপডেট : ০৯ মে ২০২১, ১৫: ২২
করোনায় ভারতে মৃত্যু ১০ লাখ ছাড়াতে পারে : ল্যানসেট জার্নাল

ঢাকা: ভারতে করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় ব্যর্থ মোদি সরকার। করোনার দ্বিতীয় ধাক্কা নিয়ে সতর্ক করা হলেও সরকারের অবহেলায় করোনা পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। শনিবার ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে মোদি সরকারের সমালোচনা করে সম্পাদকীয় প্রকাশ করেছে ব্রিটিশ মেডিকেল জার্নাল ল্যানসেট।

এই সম্পাদকীয়তে দ্য ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের তথ্য তুলে ধরে বলা হয়েছে, এমন অবস্থা চলতে থাকলে আগামী ১ আগস্টের মধ্যে ভারতে করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়াতে পারে।

করোনা মোকাবিলার চেয়ে টুইটারে সমালোচনা ঠেকাতেই বেশি তৎপর ছিল মোদি সরকার উল্লেখ করে ব্রিটিশ জার্নালটি লিখেছে, ‘ভারতে ভয়ঙ্কর করোনা-পরিস্থিতির মধ্যেও সংক্রমণ ঠেকানোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার থেকে সমালোচনামূলক টুইট সরাতে বেশি আগ্রহ ছিল সরকারের। আর তাই দেশের এই পরিস্থিতিতে সরকারের ভূমিকা ও দেশবাসীর প্রতি কেন্দ্রীয় সরকারের এই মনোভাব ‘ক্ষমার অযোগ্য’।’

চিকিৎসা সংক্রান্ত এই পত্রিকাটির সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, ‘বারবার সতর্ক করার পরেও সরকার ধর্মীয় উৎসব পালন এবং রাজনৈতিক সভা-সমাবেশের মতে অনুষ্ঠান অবাধে পরিচালনা করার অনুমতি দিয়েছে। আর এসব অনুষ্ঠানই ভারতের করোনা পরিস্থিতিকে প্রকট করেছে।’

এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে দেশের কথা ভেবে সরকারকে নিজেদের ভুল শুধরে নিয়ে করোনা মোকাবিলায় পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণের পরামর্শ দিয়েছে ল্যানসেট।

উল্লেখ্য, আজ রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জন এবং মারা গেছেন ৪ হাজার ৯২ জন।

ভারতে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৪১৪ জন। আর করোনায় মোট মৃতের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৩৬২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত