Ajker Patrika

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন মনোজ পাণ্ডে

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৪: ১৪
ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন মনোজ পাণ্ডে

ভারতে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। আগামী ৩০ এপ্রিল বর্তমান সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের অবসরগ্রহণের পর তাঁর স্থলাভিষিক্ত হবেন মনোজ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মনোজ পাণ্ডে বর্তমানে সহকারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি ইঞ্জিনিয়ার পদ থেকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন। 

জেনারেল নারাভানের পরে লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র অফিসার। গত ১ ফেব্রুয়ারি তিনি সহকারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার ছিলেন। তিনি সিকিম ও অরুণাচল প্রদেশের নিয়ন্ত্রণরেখার (এলএসি) তত্ত্বাবধান করতেন। মনোজ পাণ্ডে তাঁর কর্মময় জীবনে আন্দামান ও নিকোবরে কমান্ডার-ইন-চিফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র। তিনি ১৯৮২ সালের ডিসেম্বরে কর্পস অব ইঞ্জিনিয়ার্সে (দ্য বোম্বে স্যাপারস) কমিশন পদে যোগদান করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত