Ajker Patrika

জোটের মান ভাঙাতে উদ্যোগী সোনিয়া 

কলকাতা প্রতিনিধি
জোটের মান ভাঙাতে উদ্যোগী সোনিয়া 

কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহ হারাচ্ছে বিভিন্ন আঞ্চলিক দল। মমতা ব্যানার্জির তৃণমূল এখন ব্যস্ত কংগ্রেস ভাঙার খেলায়। অন্যরাও তেমন একটা আগ্রহী নয় নতুন করে শতাব্দী প্রাচীন দলটির সঙ্গে জোট করতে।
 
তিন বছর পর সক্রিয় রাজনীতিতে ফিরে এসেই বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও ভারতীয় রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র লালুপ্রসাদ যাদবও কংগ্রেসের সঙ্গে জোট করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আরজেডি নেতা লালু কংগ্রেসের দীর্ঘদিনের বন্ধু। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কও খুব ভালো। তাই লালুর রাগ কমাতে খোদ কংগ্রেস সভানেত্রী নিজেই ফোন করেন।
 
সূত্রের খবর, দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ সৌজন্য মূলক কথাবার্তা হয়। সোনিয়া অন্যান্য সমমনোভাবাপন্ন দলের সঙ্গেও কথা বলবেন বলে জানা গিয়েছে। দলকেও চাঙা করার চেষ্টা করছেন।
 
আর লালু জেল ও হাসপাতালে তিন বছর কাটিয়ে বিহারে পৌঁছেই নিজস্ব ঢঙে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে বিসর্জনের হুমকি দেন। তাঁর হুমকি হেসে উড়িয়ে দিয়ে নীতীশের পাল্টা রসিকতা, উনি (লালু) আমাকে গুলি করতে পারেন!
 
অন্যদিকে, মমতা ব্যানার্জির তৃণমূলের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বেড়েই চলেছে। তৃণমূল নেতারা প্রকাশ্যে কংগ্রেসের সমালোচনা করছেন। তাঁদের অভিযোগ, বিরোধী জোটে অনৈক্যের জন্য কংগ্রেসই দায়ী।
 
কংগ্রেসের পাল্টা অভিযোগ, বিভিন্ন কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভয়েই তৃণমূল জোটে জটিলতা করছে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা তৃণমূলের নাম না করেও বিজেপির সঙ্গে দোস্তির অভিযোগ তুলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত