Ajker Patrika

এক মাসে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেনি: আসামের মুখ্যমন্ত্রী

এক মাসে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেনি: আসামের মুখ্যমন্ত্রী

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তাঁদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছে প্রতিবেশী ভারতের সরকার। এ নিয়ে ভারতীয় কিছু সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন ছবি ভিডিও প্রকাশের মতো ঘটনাও ঘটেছে। উসকানিমূলক বক্তব্যও দিয়েছেন রাজনৈতিক নেতারা। 

তবে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা বলেছে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ থেকে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেনি। 

আজ শনিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে মুখ্যমন্ত্রী এ তথ্য জানান। 

মুখ্যমন্ত্রী শর্মা বলেন, ‘হিন্দুরা বাংলাদেশে অবস্থান করছে এবং লড়াই করে যাচ্ছে। গত এক মাসে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেছে বলে ধরা পড়েনি।’ 

মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, প্রতিবেশী দেশ থেকে মুসলমানেরা ভারতের টেক্সটাইল খাতে কর্মসংস্থানের জন্য অনুপ্রবেশের চেষ্টা করছে। 

তিনি দাবি করেন, গত এক মাসে ৩৫ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাদের লক্ষ্য আসাম নয়, বরং বেঙ্গালুরু, তামিলনাড়ু, কোয়েম্বাটুরে গিয়ে বস্ত্র শিল্পে কাজ করার উদ্দেশে তারা অনুপ্রবেশ করছে। আমরা প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য অনুরোধ করেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত