মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে এক বক্তৃতায় চড় দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে গ্রেপ্তার হন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। গ্রেপ্তারের আট ঘণ্টা পর তিনি জামিনে মুক্তি পান। জামিন পেলেও বিজেপির এ নেতাকে বেশ কিছু শর্ত মেনে চলার নির্দেশনা দিয়েছেন আদালত। কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে আগামীতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রায়গড় কোর্টের বিচারক বলেছেন, ‘গ্রেপ্তারের কারণ এবং অন্যান্য বিষয় বিবেচনা করে তাঁকে গ্রেপ্তার করা আমার কাছে যুক্তিযুক্ত বলেই মনে হয়েছে।’
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাসিকে নারায়ণ রানের বিরুদ্ধে চারটি এফআইআর দায়ের করা হয়েছে। মধ্যরাতে জারি করা নোটিশে মন্ত্রীকে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে নাসিক পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি জামিনে মুক্ত হন। ১৫ হাজার রুপি মুচলেকায় তাঁকে জামিন দেওয়া হয়। এছাড়া আগামী ৩১ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর রানেকে পুলিশের কাছে হাজিরা দিতে বলা হয়।
প্রসঙ্গত, দেশ ব্যাপী ‘জান আশীর্বাদ যাত্রা’ আয়োজন করেছিল কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। এই অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে গিয়ে নারায়ণ রানে দাবি করে বসেন, কোনো এক বক্তৃতায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নাকি ভারতের স্বাধীনতা দিবসের তারিখ ভুলে গিয়েছিলেন। বক্তৃতার মাঝখানে থেমে তিনি নাকি তাঁর সহচরদের কাছে সহায়তা চেয়েছিলেন।
নারায়ণ রানে বলেন, একজন মুখ্যমন্ত্রী ভারতের স্বাধীনতা দিবসের তারিখ ভুলে যান এর চেয়ে লজ্জার আর কী আছে! বক্তৃতার মাঝখানে তিনি স্বাধীনতার বছর গোনার জন্য সহায়তা চান। আমি সেখানে থাকলে তাকে কষে একটা চড় বসিয়ে দিতাম।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে এক বক্তৃতায় চড় দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে গ্রেপ্তার হন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। গ্রেপ্তারের আট ঘণ্টা পর তিনি জামিনে মুক্তি পান। জামিন পেলেও বিজেপির এ নেতাকে বেশ কিছু শর্ত মেনে চলার নির্দেশনা দিয়েছেন আদালত। কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে আগামীতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রায়গড় কোর্টের বিচারক বলেছেন, ‘গ্রেপ্তারের কারণ এবং অন্যান্য বিষয় বিবেচনা করে তাঁকে গ্রেপ্তার করা আমার কাছে যুক্তিযুক্ত বলেই মনে হয়েছে।’
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাসিকে নারায়ণ রানের বিরুদ্ধে চারটি এফআইআর দায়ের করা হয়েছে। মধ্যরাতে জারি করা নোটিশে মন্ত্রীকে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে নাসিক পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি জামিনে মুক্ত হন। ১৫ হাজার রুপি মুচলেকায় তাঁকে জামিন দেওয়া হয়। এছাড়া আগামী ৩১ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর রানেকে পুলিশের কাছে হাজিরা দিতে বলা হয়।
প্রসঙ্গত, দেশ ব্যাপী ‘জান আশীর্বাদ যাত্রা’ আয়োজন করেছিল কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। এই অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে গিয়ে নারায়ণ রানে দাবি করে বসেন, কোনো এক বক্তৃতায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নাকি ভারতের স্বাধীনতা দিবসের তারিখ ভুলে গিয়েছিলেন। বক্তৃতার মাঝখানে থেমে তিনি নাকি তাঁর সহচরদের কাছে সহায়তা চেয়েছিলেন।
নারায়ণ রানে বলেন, একজন মুখ্যমন্ত্রী ভারতের স্বাধীনতা দিবসের তারিখ ভুলে যান এর চেয়ে লজ্জার আর কী আছে! বক্তৃতার মাঝখানে তিনি স্বাধীনতার বছর গোনার জন্য সহায়তা চান। আমি সেখানে থাকলে তাকে কষে একটা চড় বসিয়ে দিতাম।
যুক্তরাজ্যের শিক্ষার্থীদের মধ্যে এ লেভেলে অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে। এর পেছনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবে বেড়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এ লেভেলে শীর্ষ পাঁচ জনপ্রিয় বিষয়ের মধ্যে উঠে এসেছে ব্যাবসায় শিক্ষা।
২৩ মিনিট আগেভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হিমালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ক্লাউডবার্স্টের ঘটনা।
১ ঘণ্টা আগেএক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে মার্কিন বিচার বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণার পর সেখানে মোতায়েন করা হয়েছিল ওই এজেন্টকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শন চার
২ ঘণ্টা আগেহাইতির গ্যাংদের নিয়ন্ত্রণে এবার কাজ পাচ্ছে মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারি সংস্থা। এরই মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। এই সংস্থা সেখানে প্রবল ক্ষমতাধর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং একই সঙ্গে কর আদায়ের দায়িত্বও পালন করবে।
৩ ঘণ্টা আগে