প্রতিনিধি, কলকাতা
দিল্লিতে বিজেপিবিরোধী জোটের বার্তা দিয়ে একাধিক বৈঠকের পর আজ শুক্রবার কলকাতায় ফিরে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিল্লি ছাড়ার আগে সফর সফল হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে দই মাস পর আবার দিল্লি সফর করবেন বলে জানান মমতা।
বিজেপি বিরোধীদের মধ্যে জোটের বার্তা দিতে গত সোমবার দিল্লি পৌঁছান মমতা। রাজ্যের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সড়ক পরিবহনমন্ত্রী নিতীন গড়কড়ির সঙ্গে একান্তে বৈঠক করেন তিনি। তবে মমতার এবারের সফরের মূল সুরটাই ছিল মোদি বিরোধিতা। গত বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের আগেই তিনি বিরোধী জোট গঠনের বার্তা দেন গোটা দেশকে।
সোনিয়া ও রাহুল ছাড়াও অন্য রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি সাংস্কৃতিক জগতের উজ্জ্বল তারকাদের সঙ্গেও এবারের সফরে বৈঠক করেন মমতা। কথা বলেছেন অভিনেত্রী শাবানা আজমি ও কবি জাভেদ আখতারের সঙ্গেও।
আজ শুক্রবার দিল্লি ছাড়ার আগে মমতা সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্র বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে। এ জন্য সবাইকে এক জোট হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে, সবার থেকে বড় দেশ। গণতন্ত্র বিপন্ন হলে দেশ বিপন্ন হয়ে যায়।’ দিল্লি সফর প্রসঙ্গে মমতা নিজেই বলেন, ‘সফল সফর, দেশের উন্নতি চাই, মানুষের উন্নয়ন চাই।’
বক্তব্যে মোদি সরকারের আমলে সাধারণ মানুষের বিভিন্ন দুর্ভোগের কথা তুলে ধরে মমতা ব্যানার্জি ফোনে আড়ি পাতা নিয়েও কটাক্ষ করেন সরকারকে। তাঁর মতে, ‘বর্তমান সরকারের আমলে মানুষের দুর্ভোগ বাড়ছে। তেল-গ্যাসের দাম বহুগুণ বেড়েছে। মানুষ নাজেহাল, দেশে বেকারত্বের সমস্যাও বেড়েছে।’
দিল্লিতে মমতা মোদি বিরোধিতার সুর চড়িয়ে এখন থেকেই ২০২৪ সালের জন্য হোপ ২৪-এর বার্তা দিলেও পাল্টা কটাক্ষ করছে বিজেপি। এদিকে কলকাতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীকে। মমতার এক সময়ের বিশ্বস্ত এ সঙ্গী বলেছেন, ‘একজন নন–এমএলএ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তিন বছর বাকি এখনো লোকসভা ভোটের। অথচ কিছু লোক এমন করছে, যেন এই বছরেই ভোট।’
শুভেন্দু অধিকারীর সাফ কথা, ‘নরেন্দ্র মোদি শুধু শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীই নন, বিশ্বের সর্বশক্তিমান নেতা। মোদিকে হটানো অত সহজ নয়। সেই সঙ্গে তিনি করোনার টিকা নিয়ে পাল্টা রাজ্য সরকারকেই দায়ী করেছেন।’ প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার প্রসঙ্গ টেনে শুভেন্দু কটাক্ষ করেন—‘যশ-এর পর সবাই বলছিল দুয়ারে গঙ্গা। এবার বোধ হয় বলবে দুয়ারে নর্দমার পানি!’
উল্লেখ্য, ভোটের আগে প্রশাসনকে তৃণমূল স্তরে পৌঁছে দিতে মমতার কর্মসূচি ছিল ‘দুয়ারে সরকার’। এদিন শুভেন্দু সেই উদাহরণ টেনেই বলেন ‘দুয়ারে নর্দমার পানি’।
দিল্লিতে বিজেপিবিরোধী জোটের বার্তা দিয়ে একাধিক বৈঠকের পর আজ শুক্রবার কলকাতায় ফিরে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিল্লি ছাড়ার আগে সফর সফল হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে দই মাস পর আবার দিল্লি সফর করবেন বলে জানান মমতা।
বিজেপি বিরোধীদের মধ্যে জোটের বার্তা দিতে গত সোমবার দিল্লি পৌঁছান মমতা। রাজ্যের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সড়ক পরিবহনমন্ত্রী নিতীন গড়কড়ির সঙ্গে একান্তে বৈঠক করেন তিনি। তবে মমতার এবারের সফরের মূল সুরটাই ছিল মোদি বিরোধিতা। গত বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের আগেই তিনি বিরোধী জোট গঠনের বার্তা দেন গোটা দেশকে।
সোনিয়া ও রাহুল ছাড়াও অন্য রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি সাংস্কৃতিক জগতের উজ্জ্বল তারকাদের সঙ্গেও এবারের সফরে বৈঠক করেন মমতা। কথা বলেছেন অভিনেত্রী শাবানা আজমি ও কবি জাভেদ আখতারের সঙ্গেও।
আজ শুক্রবার দিল্লি ছাড়ার আগে মমতা সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্র বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে। এ জন্য সবাইকে এক জোট হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে, সবার থেকে বড় দেশ। গণতন্ত্র বিপন্ন হলে দেশ বিপন্ন হয়ে যায়।’ দিল্লি সফর প্রসঙ্গে মমতা নিজেই বলেন, ‘সফল সফর, দেশের উন্নতি চাই, মানুষের উন্নয়ন চাই।’
বক্তব্যে মোদি সরকারের আমলে সাধারণ মানুষের বিভিন্ন দুর্ভোগের কথা তুলে ধরে মমতা ব্যানার্জি ফোনে আড়ি পাতা নিয়েও কটাক্ষ করেন সরকারকে। তাঁর মতে, ‘বর্তমান সরকারের আমলে মানুষের দুর্ভোগ বাড়ছে। তেল-গ্যাসের দাম বহুগুণ বেড়েছে। মানুষ নাজেহাল, দেশে বেকারত্বের সমস্যাও বেড়েছে।’
দিল্লিতে মমতা মোদি বিরোধিতার সুর চড়িয়ে এখন থেকেই ২০২৪ সালের জন্য হোপ ২৪-এর বার্তা দিলেও পাল্টা কটাক্ষ করছে বিজেপি। এদিকে কলকাতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীকে। মমতার এক সময়ের বিশ্বস্ত এ সঙ্গী বলেছেন, ‘একজন নন–এমএলএ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তিন বছর বাকি এখনো লোকসভা ভোটের। অথচ কিছু লোক এমন করছে, যেন এই বছরেই ভোট।’
শুভেন্দু অধিকারীর সাফ কথা, ‘নরেন্দ্র মোদি শুধু শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীই নন, বিশ্বের সর্বশক্তিমান নেতা। মোদিকে হটানো অত সহজ নয়। সেই সঙ্গে তিনি করোনার টিকা নিয়ে পাল্টা রাজ্য সরকারকেই দায়ী করেছেন।’ প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার প্রসঙ্গ টেনে শুভেন্দু কটাক্ষ করেন—‘যশ-এর পর সবাই বলছিল দুয়ারে গঙ্গা। এবার বোধ হয় বলবে দুয়ারে নর্দমার পানি!’
উল্লেখ্য, ভোটের আগে প্রশাসনকে তৃণমূল স্তরে পৌঁছে দিতে মমতার কর্মসূচি ছিল ‘দুয়ারে সরকার’। এদিন শুভেন্দু সেই উদাহরণ টেনেই বলেন ‘দুয়ারে নর্দমার পানি’।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩৩ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
৩৮ মিনিট আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে