Ajker Patrika

গতির ঝড়ে ভক্তদের চমকে দিতে গিয়ে প্রাণ হারালেন ইউটিউবার

আপডেট : ০৫ মে ২০২৩, ১৮: ৪০
গতির ঝড়ে ভক্তদের চমকে দিতে গিয়ে প্রাণ হারালেন ইউটিউবার

ইউটিউবে ভক্তদের চমকে দিতে চেয়েছিলেন তিনি। ভারতের যমুনা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের গতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার তুলতে গিয়ে পড়লেন ভয়ংকর দুর্ঘটনায়। ঘটনাস্থলেই নিহত হয়েছেন ওই ইউটিউবার। 

গত বুধবার ইউটিউবার অগস্ত্য চৌহান আগ্রা থেকে দিল্লি আসার পথে এই দুর্ঘটনা ঘটে। 

চৌহান কাওয়াসাকি নিনজা জিএক্স ১০ আর মডেলের ১ হাজার সিসির সুপারবাইক চালাচ্ছিল। এ সময় ইউটিউব চ্যানেলের জন্য একটি ভিডিও তৈরি করছিলেন তিনি। 

এনডিটিভির খবর অনুযায়ী, অগস্ত্য অতিরিক্ত গতি তুলতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাইকটি যমুনা এক্সপ্রেসওয়ের ডিভাইডারে ধাক্কা খায়। তাঁর হেলমেটটি ভেঙে কয়েক টুকরো হয়ে যায়। মাথায় আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

অগস্ত্য উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা ছিলেন। ‘প্রো রাইডার ১০০০’ নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। চ্যানেলটির সাবস্ক্রাইবার ১২ লাখ। চ্যানেলে আপলোড করা শেষ ভিডিওতে অগস্ত্য বলেছেন, তিনি দিল্লি যাচ্ছেন। তাঁর বাইকটি কত দ্রুত চালানো সম্ভব সেটিই পরীক্ষা করবেন তিনি। তাঁকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘আমি ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতি তুলব। দেখব এটির গতি এর ওপর উঠতে পারে কি না।’ 

ইউটিউবার অগস্ত্য যে বাইকটি চালাচ্ছিল সেটির গতি ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটারে পৌঁছাতে সক্ষম। ভারতে সুপার বাইকটির দাম ১৬ লাখ রুপির বেশি। ফোর ইঞ্জিনের এই বাইকের ক্ষমতা প্রায় ২০০ পিএস, টর্ক ১১৫ এনএম। ওজন ২০৭ কেজি। 

কাওয়াসাকির মোটরসাইকেলটি মাত্র তিন সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার এবং ১০ সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ঘণ্টায় ২০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। সাধারণ রাস্তায় অভিজ্ঞ রাইডারদের হাতেও এটি অত্যন্ত বিপজ্জনক বাইক। 

গত বছরের নভেম্বরে একই ধরনের একটি ঘটনায় তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলার সালেম-চেন্নাই মহাসড়কে একটি দ্রুতগামী এসইউভি ধাক্কা দিলে ২৩ বছর বয়সী এক বাইক নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত