সত্যাগ্রহ আন্দোলনে বসবেন ভারতের বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতারা। ‘অগ্নিপথ’ ইস্যুতে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতেই দলটির এই কর্মসূচি। আগামী রোববার সকালে দেশটির রাজধানী দিল্লির যন্তরমন্তরে তাঁরা এই আন্দোলনে বসবেন বলে জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের সশস্ত্র বাহিনীতে নতুন নিয়োগব্যবস্থা ‘অগ্নিপথ’ পরিকল্পনার বিরোধিতা করে দেশজুড়ে তরুণ-যুবারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তার সঙ্গে একাত্মতা ঘোষণা করতেই কংগ্রেস নেতৃবৃন্দ এবং দেশটির পার্লামেন্টে থাকা কংগ্রেসের এমপিরা ‘সত্যাগ্রহে’ বসবেন।
কংগ্রেসের একটি অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের এমপি, দলের ওয়ার্কিং কমিটির সদস্য এবং কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ের সব নেতা-কর্মী এই আন্দোলনে বসবেন। রোববার সকাল ১০টা থেকে এই সত্যাগ্রহ আন্দোলন শুরু হবে বলে জানিয়েছে কংগ্রেস।
কংগ্রেসের এক কেন্দ্রীয় নেতা বলেছেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ—অগ্নিপথ পরিকল্পনা সারা দেশের তরুণদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে। তাঁরা এর বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছেন। আমাদের দায়িত্ব হলো তাঁদের পাশে দাঁড়ানো।’
এদিকে, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী দেশটিতে চলমান ‘অগ্নিপথ’ পরিকল্পনাবিরোধী আন্দোলনকে দেশটির বহুল আলোচিত ‘খামার আইনের’ সঙ্গে তুলনা করেছিলেন। সেই আইনের প্রতিবাদে মোদি সরকারের বিরুদ্ধে দেশটির বিভিন্ন রাজ্যের কৃষকেরা তাঁদের ট্রাক্টর নিয়ে দিল্লি অভিমুখী যাত্রা শুরু করেছিলেন। পরে সরকার কৃষকদের দাবি মেনে নিয়ে সেই আইন প্রত্যাহার করেছিল।
রাহুল গান্ধী এক টুইটে বলেছেন, ‘আমি আগেই বলেছিলাম যে প্রধানমন্ত্রীকে এই কালো খামার আইন তুলে নিতে হতে পারে। এখনো একই ঘটনা ঘটবে। এবার তাঁকে ‘মাফিবীর’ হয়ে তরুণদের দাবি মেনে নিয়ে “অগ্নিপথ” পরিকল্পনা তুলে নিতে হবে।’
‘অগ্নিপথ’ ইস্যুতে আন্দোলনকারীদের মধ্যে থেকে প্রায় ২৬০ জনকে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশের পুলিশ। প্রদেশের বিভিন্ন জেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। একই ইস্যুতে চেন্নাইয়েও ধরপাকড় চালিয়েছে স্থানীয় পুলিশ। সেখানেও প্রায় ৩০০ আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সত্যাগ্রহ আন্দোলনে বসবেন ভারতের বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতারা। ‘অগ্নিপথ’ ইস্যুতে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতেই দলটির এই কর্মসূচি। আগামী রোববার সকালে দেশটির রাজধানী দিল্লির যন্তরমন্তরে তাঁরা এই আন্দোলনে বসবেন বলে জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের সশস্ত্র বাহিনীতে নতুন নিয়োগব্যবস্থা ‘অগ্নিপথ’ পরিকল্পনার বিরোধিতা করে দেশজুড়ে তরুণ-যুবারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তার সঙ্গে একাত্মতা ঘোষণা করতেই কংগ্রেস নেতৃবৃন্দ এবং দেশটির পার্লামেন্টে থাকা কংগ্রেসের এমপিরা ‘সত্যাগ্রহে’ বসবেন।
কংগ্রেসের একটি অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের এমপি, দলের ওয়ার্কিং কমিটির সদস্য এবং কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ের সব নেতা-কর্মী এই আন্দোলনে বসবেন। রোববার সকাল ১০টা থেকে এই সত্যাগ্রহ আন্দোলন শুরু হবে বলে জানিয়েছে কংগ্রেস।
কংগ্রেসের এক কেন্দ্রীয় নেতা বলেছেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ—অগ্নিপথ পরিকল্পনা সারা দেশের তরুণদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে। তাঁরা এর বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছেন। আমাদের দায়িত্ব হলো তাঁদের পাশে দাঁড়ানো।’
এদিকে, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী দেশটিতে চলমান ‘অগ্নিপথ’ পরিকল্পনাবিরোধী আন্দোলনকে দেশটির বহুল আলোচিত ‘খামার আইনের’ সঙ্গে তুলনা করেছিলেন। সেই আইনের প্রতিবাদে মোদি সরকারের বিরুদ্ধে দেশটির বিভিন্ন রাজ্যের কৃষকেরা তাঁদের ট্রাক্টর নিয়ে দিল্লি অভিমুখী যাত্রা শুরু করেছিলেন। পরে সরকার কৃষকদের দাবি মেনে নিয়ে সেই আইন প্রত্যাহার করেছিল।
রাহুল গান্ধী এক টুইটে বলেছেন, ‘আমি আগেই বলেছিলাম যে প্রধানমন্ত্রীকে এই কালো খামার আইন তুলে নিতে হতে পারে। এখনো একই ঘটনা ঘটবে। এবার তাঁকে ‘মাফিবীর’ হয়ে তরুণদের দাবি মেনে নিয়ে “অগ্নিপথ” পরিকল্পনা তুলে নিতে হবে।’
‘অগ্নিপথ’ ইস্যুতে আন্দোলনকারীদের মধ্যে থেকে প্রায় ২৬০ জনকে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশের পুলিশ। প্রদেশের বিভিন্ন জেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। একই ইস্যুতে চেন্নাইয়েও ধরপাকড় চালিয়েছে স্থানীয় পুলিশ। সেখানেও প্রায় ৩০০ আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ বুধবার সকালে নিজ বাসভবনে আয়োজিত গণশুনানিতে থাপ্পড় বা চপেটাঘাতের শিকার হয়েছেন। এরপর তিনি গুরুতর আহত হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দিল্লি রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভির।
১৬ মিনিট আগেআফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে ১৭ শিশুও। গতকাল মঙ্গলবার প্রাদেশিক সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা। অতিরিক্ত গতি ও অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে হাঙ্গেরি রাজধানী বুদাপেস্টকে বিবেচনা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।
২ ঘণ্টা আগেজাতিসংঘে নিযুক্ত ভারতের শার্জ দ্য অ্যাফেয়ার্স এলডাস ম্যাথিউ পান্নোস স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ তুলে ধরেন। তাঁর অভিযোগ, ১৯৭১ সাল থেকেই পাকিস্তানিদের যৌন সহিংসতা চলে আসছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে