এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি দুর্ঘটনায় ভারতের উত্তর প্রদেশের কানপুরে ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৭ জন। গতকাল শনিবার রাতে এ দুটি দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
কর্মকর্তারা বলেছেন, প্রথম দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের ঘাটমপুর এলাকার কাছে। একটি ট্রাক্টর ট্রলি ৫০ জন তীর্থযাত্রী নিয়ে যাওয়ার সময় ঘাটমপুরে রাস্তার পাশে একটি পুকুরে উল্টে গেলে অন্তত ২৬ জন নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন ২০ জন। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
ট্র্যাক্টরটি উন্নাওয়ের চন্দ্রিকা দেবীর মন্দির থেকে ফিরছিল বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে গাফিলতি করায় সরহ থানার স্টেশন ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারেননি। এ জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অপর দুর্ঘটনাটি ঘটেছে অহিরওয়ান ফ্লাইওভারের কাছে। সেখানে একটি দ্রুতগামী ট্রাক একটি টেম্পোকে ধাক্কা দিলে পাঁচজন নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন সাতজন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীর্থযাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের প্রত্যেকের জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এ ছাড়া আহতদের প্রত্যেকের জন্য ৫০ হাজার রুপি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তাঁর মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রী রাকেশ সাচান ও অজিত পালকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে পাঠিয়েছেন। এ ছাড়া মুখ্যমন্ত্রী এ ঘটনার পরপরই রাজ্যের মানুষের প্রতি ট্রাক্টর ট্রলিকে বাহন হিসেবে ব্যবহার না করার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাক্টর ট্রলি কেবল কৃষিকাজেই ব্যবহার হওয়া উচিত।
এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি দুর্ঘটনায় ভারতের উত্তর প্রদেশের কানপুরে ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৭ জন। গতকাল শনিবার রাতে এ দুটি দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
কর্মকর্তারা বলেছেন, প্রথম দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের ঘাটমপুর এলাকার কাছে। একটি ট্রাক্টর ট্রলি ৫০ জন তীর্থযাত্রী নিয়ে যাওয়ার সময় ঘাটমপুরে রাস্তার পাশে একটি পুকুরে উল্টে গেলে অন্তত ২৬ জন নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন ২০ জন। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
ট্র্যাক্টরটি উন্নাওয়ের চন্দ্রিকা দেবীর মন্দির থেকে ফিরছিল বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে গাফিলতি করায় সরহ থানার স্টেশন ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারেননি। এ জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অপর দুর্ঘটনাটি ঘটেছে অহিরওয়ান ফ্লাইওভারের কাছে। সেখানে একটি দ্রুতগামী ট্রাক একটি টেম্পোকে ধাক্কা দিলে পাঁচজন নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন সাতজন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীর্থযাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের প্রত্যেকের জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এ ছাড়া আহতদের প্রত্যেকের জন্য ৫০ হাজার রুপি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তাঁর মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রী রাকেশ সাচান ও অজিত পালকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে পাঠিয়েছেন। এ ছাড়া মুখ্যমন্ত্রী এ ঘটনার পরপরই রাজ্যের মানুষের প্রতি ট্রাক্টর ট্রলিকে বাহন হিসেবে ব্যবহার না করার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাক্টর ট্রলি কেবল কৃষিকাজেই ব্যবহার হওয়া উচিত।
নির্দোষ হয়েও প্রায় চার দশক ধরে জেল খাটছেন পিটার সুলিভান। শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। ধারণা করা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম ভুল রায়। ১৯৮৭ সালে ২১ বছর বয়সী ডায়ান সিনডালকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলিভান।
২ মিনিট আগেযুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।
২৬ মিনিট আগেগত রোববার রাতে মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে একটি নির্বাচনী মিছিল উৎসবমুখর পরিবেশে শুরু হলেও মুহূর্তেই তা রূপ নেয় এক ভীতিকর পরিস্থিতিতে। কারণ যাকে কেন্দ্র করে সেই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছিল সেই মেয়র পদপ্রার্থী ইয়েসেনিয়া লারা গুতিয়েরেসকে সে সময় গুলি করে হত্যা করা হয়েছে।
৪১ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি তুরস্কে ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় যোগ দেবেন শুধু যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে উপস্থিত থাকেন। এই ঘোষণার মধ্য দিয়ে আলোচনার শর্ত আরও কঠোর করে তুললেন তিনি।
১ ঘণ্টা আগে