Ajker Patrika

ভারতে খিলাফত প্রতিষ্ঠা করতে চাওয়া সন্ত্রাসী নেটওয়ার্ক চিহ্নিত

ভারতে খিলাফত প্রতিষ্ঠা করতে চাওয়া সন্ত্রাসী নেটওয়ার্ক চিহ্নিত

আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার অনুপ্রেরণায় ভারতে খিলাফত প্রতিষ্ঠা করতে চাওয়া একটি সন্ত্রাসী নেটওয়ার্ক সক্রিয় আছে বলে জানিয়েছে দেশটির পুলিশ বাহিনী। তারা দাবি করেছে, ওই সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্যদের বিভিন্ন স্থানে অস্ত্র পরিচালনা সহ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। 

বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা অনুপ্রাণিত ওই সন্ত্রাসী নেটওয়ার্কটি খুঁজে পেয়েছে দিল্লি পুলিশ। পরে এই নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। ভারতের ঝাড়খণ্ড, রাজস্থান এবং উত্তরপ্রদেশ জুড়ে এই নেটওয়ার্ক সক্রিয় ছিল। পুলিশ এই নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে। ভারতে একটি ‘খিলাফত’ প্রতিষ্ঠার জন্য একাধিক উচ্চ-মাত্রার সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছিল ওই সন্ত্রাসীরা। 

এ বিষয়ে দিল্লি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কার্যক্রমের বর্তমান অবস্থা অনুযায়ী, ওই সন্ত্রাসী মডিউলটির নেতৃত্ব দিচ্ছিলেন ইশতিয়াক নামে রাঁচির (ঝাড়খণ্ড) এক চিকিৎসক। তারা দেশের ভেতরে খিলাফত ঘোষণা করতে এবং গুরুতর সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য উচ্চ পরিকল্পনা করেছিল।’ 

পুলিশ জানিয়েছে, গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী নেটওয়ার্কটি চিহ্নিত করা ছাড়াও তাদের উদ্দেশ্য এবং অবস্থান সম্পর্কে জানা গিয়েছিল। পরে অভিযান শুরু করে পুলিশ। এই অভিযানে দিল্লি পুলিশের সঙ্গে বিভিন্ন রাজ্য বাহিনীরও সহযোগিতা ছিল। 

এনডিটিভি জানিয়েছে, পুলিশের অভিযানে রাজস্থানের ভিওয়াদি থেকে ৬ সন্দেহভাজনকে ধরা হয়। তাঁরা সেখানে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিচ্ছিল। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ থেকে আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মজুত করা বিভিন্ন অস্ত্র, গোলাবারুদ এবং জিহাদি বই-পত্র উদ্ধার করা হয়েছে। 

দিল্লি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত এখনো চলছে এবং অভিযান অব্যাহত থাকায় আরও গ্রেপ্তারের আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত