টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার সন্ধ্যায় শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করেছেন। রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে মোদির সঙ্গে ছিলেন তাঁর শীর্ষ সহযোগী রাজনাথ সিং, অমিত শাহ এবং নিতিন গড়করি। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মোদিকে শপথ বাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথের পর শপথ নেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। মোদির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ৩০ জন পূর্ণ মন্ত্রী ছাড়াও রয়েছেন ৩৬ জন প্রতিমন্ত্রী এবং ৫ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত তালিকা অনুযায়ী, মোদির মন্ত্রী সভার পূর্ণ মন্ত্রীরা হলেন—রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গড়কারি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমণ, এস জয়শঙ্কর, মনোহর লাল খাত্তার, এইচ ডি কুমারাস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঁঝি, সর্বানন্দ সোনোয়াল, রাজীব রঞ্জন সিং, বীরেন্দ্র কুমার, কিঞ্জারাপু রাম মোহন নাইডু, প্রহ্লাদ যোশি, জুয়াল ওরাম, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভুপেন্দর যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরেন রিজিজু, হারদ্বীপ সিং পুরি, মানসুখ মান্দাবিয়া, জি কিষান রেড্ডি, চিরাগ পাসওয়ান এবং সিআর পাতিল।
স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত ৫ প্রতিমন্ত্রী হলেন—রাও ইন্দ্রজিত সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতাপ্রাও গেনপত্র যাদব এবং জয়ন্ত চৌধুরী।
প্রতিমন্ত্রী হওয়া বাকি ৩৬ জন হলেন—জিতিন প্রাসাদা, শ্রিপদ নাইক, পঙ্কজ চৌধুরি, কৃষ্ণন পাল গুরজার, রামদাস আত্তাল, রামনাথ ঠাকুর, নিত্যানন্দ রাই, অনুপ্রিয়া প্যাটেল, ভি সোমন্না, ড. চন্দ্রশেখর পেমাসানি, এসপি সিং বেঘেল, সভা কারান্দলাজি, কীর্তি বর্ধন সিং, বিএল ভার্মা, শান্তনু ঠাকুর, সুরেষ গোপি, এল মুরুগান, অজয় তামতা, বান্দি সঞ্জয় কুমার, কমলেশ পাসওয়ান, ভাগিরথ চৌধুরি, সতিশ চন্দ্র ডুবে, সঞ্জয় শেঠ, রবনিত সিং বিট্টু, দুর্গা দাস উইকি, রক্ষা খাদজি, সুকান্ত মজুমদার, সাবিত্রি ঠাকুর, তুখান সাহু, রাজভুষন চৌধুরি, ভুপাতিরাজু শ্রিনিবাস ভার্মা, হর্ষ মালহোত্রা, নিমুবেন জয়ন্তিভাই, মুরলিধর মোহল, জর্জ কুরিয়ান ও পবিত্র মার্ঘেরিটা।
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার সন্ধ্যায় শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করেছেন। রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে মোদির সঙ্গে ছিলেন তাঁর শীর্ষ সহযোগী রাজনাথ সিং, অমিত শাহ এবং নিতিন গড়করি। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মোদিকে শপথ বাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথের পর শপথ নেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। মোদির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ৩০ জন পূর্ণ মন্ত্রী ছাড়াও রয়েছেন ৩৬ জন প্রতিমন্ত্রী এবং ৫ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত তালিকা অনুযায়ী, মোদির মন্ত্রী সভার পূর্ণ মন্ত্রীরা হলেন—রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গড়কারি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমণ, এস জয়শঙ্কর, মনোহর লাল খাত্তার, এইচ ডি কুমারাস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঁঝি, সর্বানন্দ সোনোয়াল, রাজীব রঞ্জন সিং, বীরেন্দ্র কুমার, কিঞ্জারাপু রাম মোহন নাইডু, প্রহ্লাদ যোশি, জুয়াল ওরাম, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভুপেন্দর যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরেন রিজিজু, হারদ্বীপ সিং পুরি, মানসুখ মান্দাবিয়া, জি কিষান রেড্ডি, চিরাগ পাসওয়ান এবং সিআর পাতিল।
স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত ৫ প্রতিমন্ত্রী হলেন—রাও ইন্দ্রজিত সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতাপ্রাও গেনপত্র যাদব এবং জয়ন্ত চৌধুরী।
প্রতিমন্ত্রী হওয়া বাকি ৩৬ জন হলেন—জিতিন প্রাসাদা, শ্রিপদ নাইক, পঙ্কজ চৌধুরি, কৃষ্ণন পাল গুরজার, রামদাস আত্তাল, রামনাথ ঠাকুর, নিত্যানন্দ রাই, অনুপ্রিয়া প্যাটেল, ভি সোমন্না, ড. চন্দ্রশেখর পেমাসানি, এসপি সিং বেঘেল, সভা কারান্দলাজি, কীর্তি বর্ধন সিং, বিএল ভার্মা, শান্তনু ঠাকুর, সুরেষ গোপি, এল মুরুগান, অজয় তামতা, বান্দি সঞ্জয় কুমার, কমলেশ পাসওয়ান, ভাগিরথ চৌধুরি, সতিশ চন্দ্র ডুবে, সঞ্জয় শেঠ, রবনিত সিং বিট্টু, দুর্গা দাস উইকি, রক্ষা খাদজি, সুকান্ত মজুমদার, সাবিত্রি ঠাকুর, তুখান সাহু, রাজভুষন চৌধুরি, ভুপাতিরাজু শ্রিনিবাস ভার্মা, হর্ষ মালহোত্রা, নিমুবেন জয়ন্তিভাই, মুরলিধর মোহল, জর্জ কুরিয়ান ও পবিত্র মার্ঘেরিটা।
একটি ভিডিও ও ছবি ঘিরে অভিযোগ উঠেছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁর সামনে রাখা কোকেন লুকানোর চেষ্টা করছেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও ভুয়া সংবাদ হিসেবে আখ্যা দিয়েছে ফ্রান্স। একটি ট্রেনের কামরায় মাখোঁর পাশে সেই সময়টিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান রাজনীতিক
১ ঘণ্টা আগেহামাস জানিয়েছে, তারা আজ সোমবার গাজায় এক ইসরায়েলি-আমেরিকান জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে বৃহত্তর যুদ্ধবিরতি বা জিম্মি মুক্তি নিয়ে কোনো চুক্তি হয়নি। আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি এদান আলেকজান্ডারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেবেলজিয়ামে খুঁজে পাওয়া একটি কঙ্কালের ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছেন প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ সেনা প্রাইভেট জন টেইম। সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, মৃত্যুর প্রায় ১০৮ বছর পর গত ৮ মে টেইমকে পূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়েছে।
২ ঘণ্টা আগেভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানের বাহাওয়ালপুর ও মুরিদকের মতো জায়গাগুলো এখন ভারতের কাছে ‘সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয়’। স্থানীয় সময় আজ সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। পাশাপাশি তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্রের ভয়ে ভীত নয় ভারত।
৩ ঘণ্টা আগে