Ajker Patrika

ভারতের কানপুরে ট্রাক্টর উল্টে নারী-শিশুসহ ২২ তীর্থযাত্রীর মৃত্যু 

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১১: ১৯
ভারতের কানপুরে ট্রাক্টর উল্টে নারী-শিশুসহ ২২ তীর্থযাত্রীর মৃত্যু 

ভারতের উত্তর প্রদেশের কানপুরে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ২২ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ২৫ জনেরও বেশি লোক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নারী-শিশুসহ ৫০ জন তীর্থযাত্রীকে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক্টর ট্রলি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। তীর্থযাত্রীরা উনাও জেলার চন্দ্রিকা দেবীর মন্দির থেকে ট্রাক্টর ট্রলিতে করে ফিরছিল। ফেরার পথে কানপুরের ঘাতামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা খালি হাতেই উদ্ধার তৎপরতা শুরু করে। পরে পুলিশ এসে তাদের সঙ্গে যুক্ত হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। 

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ এবং যারা আহত হয়েছে তাদের পরিবারের জন্য ৫০ হাজার রুপি করে বরাদ্দ দিয়েছেন। 

নরেন্দ্র মোদির পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তাঁর মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রী রাকেশ সাচান ও অজিত পালকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে পাঠিয়েছেন। এ ছাড়া মুখ্যমন্ত্রী এ ঘটনার পরপরই রাজ্যের মানুষের প্রতি ট্রাক্টর ট্রলিকে বাহন হিসেবে ব্যবহার না করার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাক্টর ট্রলি কেবল কৃষিকাজেই ব্যবহার হওয়া উচিত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত