কলকাতা প্রতিনিধি
বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সাবেক সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে। এনেছে, ভারতের আর্থিক দুর্নীতির বিষয়ে তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট-ইডি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি কার্যালয়ে তলব করা হয়েছে ও সোনিয়া ও রাহুলকে। দুজনকে দেওয়া হয়েছিল পৃথক তারিখ। রাহুলকে ডাকা হয়েছিল আগে আজ ২ জুন।
তবে কংগ্রেসের সাবেক এই সভাপতি বর্তমানে বিদেশে থাকায় আজ হাজির হতে পারেননি ইডি কার্যালয়ে। তবে কংগ্রেস জানিয়েছেন, আগামী ৫ জুন দেশে ফিরে তারপর রাহুল ইডির কার্যালয়ে যাবেন।
এদিকে, ইডি কার্যালয়ে যাওয়ার জন্য সোনিয়াকে সময় দেওয়া হয়েছে আগামী ৮ জুন। তবে, আজ হঠাৎ কোভিড পজিটিভ হয়েছেন বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী। । বৃহস্পতিবার কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা সোনিয়া গান্ধীর কোভিড পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আগামী ৮ জুনই ইডি কার্যালয়ে যাবেন সোনিয়া গান্ধী।
এর আগে, গত ১ জুন কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় ২ জুন রাহুলকে এবং ৮ জুন সোনিয়া গান্ধীকে হাজির হতে নির্দেশ পাঠায় ইডি।
তবে আইনি প্রক্রিয়ায় ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া এবং রাহুল দুই গান্ধীকেই ইডির জেরা থেকে বাঁচানোর চেষ্টাও চালাচ্ছে কংগ্রেস। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে তোলা হয়েছে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ। কেবল কংগ্রেস নেতাদেরই নয়, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, শিবসেনা থেকে শুরু করে বিজেপিবিরোধী নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে তদন্তের নামে হয়রানির অভিযোগ তুলে আন্দোলনে নামছে কংগ্রেস।
কংগ্রেস মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা বলেছেন, বিরোধীদের জেলের ভয় দেখিয়ে গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি। এ সময় তিনি সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন।
বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সাবেক সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে। এনেছে, ভারতের আর্থিক দুর্নীতির বিষয়ে তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট-ইডি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি কার্যালয়ে তলব করা হয়েছে ও সোনিয়া ও রাহুলকে। দুজনকে দেওয়া হয়েছিল পৃথক তারিখ। রাহুলকে ডাকা হয়েছিল আগে আজ ২ জুন।
তবে কংগ্রেসের সাবেক এই সভাপতি বর্তমানে বিদেশে থাকায় আজ হাজির হতে পারেননি ইডি কার্যালয়ে। তবে কংগ্রেস জানিয়েছেন, আগামী ৫ জুন দেশে ফিরে তারপর রাহুল ইডির কার্যালয়ে যাবেন।
এদিকে, ইডি কার্যালয়ে যাওয়ার জন্য সোনিয়াকে সময় দেওয়া হয়েছে আগামী ৮ জুন। তবে, আজ হঠাৎ কোভিড পজিটিভ হয়েছেন বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী। । বৃহস্পতিবার কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা সোনিয়া গান্ধীর কোভিড পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আগামী ৮ জুনই ইডি কার্যালয়ে যাবেন সোনিয়া গান্ধী।
এর আগে, গত ১ জুন কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় ২ জুন রাহুলকে এবং ৮ জুন সোনিয়া গান্ধীকে হাজির হতে নির্দেশ পাঠায় ইডি।
তবে আইনি প্রক্রিয়ায় ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া এবং রাহুল দুই গান্ধীকেই ইডির জেরা থেকে বাঁচানোর চেষ্টাও চালাচ্ছে কংগ্রেস। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে তোলা হয়েছে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ। কেবল কংগ্রেস নেতাদেরই নয়, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, শিবসেনা থেকে শুরু করে বিজেপিবিরোধী নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে তদন্তের নামে হয়রানির অভিযোগ তুলে আন্দোলনে নামছে কংগ্রেস।
কংগ্রেস মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা বলেছেন, বিরোধীদের জেলের ভয় দেখিয়ে গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি। এ সময় তিনি সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২০ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
৪১ মিনিট আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে