প্রতিনিধি, কলকাতা
সমালোচনা ও প্রতিবাদ গণতন্ত্রের অঙ্গ। কথাটি মনে করিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি এন ভি রমন। তাঁর মতে, সরকারের সমালোচনা করলেই সেটা দেশবিরোধী বলে ধরে নেওয়া অনুচিত। সেই সঙ্গে নিরপেক্ষ ও শক্তিশালী বিচার ব্যবস্থার পক্ষেও মত প্রকাশ করেন তিনি। তাঁর এই বক্তব্যকে সঠিক ও সময়োপযোগী বলে মনে করেন ভারতীয় আইনজীবীদের বড় অংশ।
বিরোধী শিবির থেকে প্রায়ই অভিযোগ করা হয়, ভারতের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বহুবার কটাক্ষ করেছেন, ‘দেশে সুপার ইমারজেন্সি চলছে। প্রতিবাদী কণ্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে মোদি সরকার।’
সরকারের সমালোচনাকে রাষ্ট্রের সমালোচনা হিসেবে ধরে নিয়ে দেশবিরোধী মামলা হচ্ছে প্রতিবাদীদের বিরুদ্ধে। এমন পর্যবেক্ষণ বিভিন্ন আদালত আগেই জানিয়েছেন। এই অবস্থায় ভারতের প্রধান বিচারপতি রমন গতকাল বুধবার দিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, ‘নির্বাচিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও সমালোচনা করাও গণতান্ত্রিক প্রক্রিয়ারই অঙ্গ।’ সেই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, ‘ভোট দিয়ে সরকার বদল করলেই ভোটাররা স্বৈরতন্ত্র থেকে মুক্তি পাবেন—এমন কোনো রক্ষাকবচও নেই।’
ভারতের প্রধান বিচারপতির মতে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবারই উচিত বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল থাকা। তিনি সব পক্ষকেই যুক্তিগ্রাহ্য ও দায়িত্বশীল আইনের শাসন মেনে চলার পরামর্শ দেন। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তাঁর মতামতকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক বিচারপতির মতে, ‘বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। বিচার ব্যবস্থার ওপর আস্থা বাড়াতে হলে গণতন্ত্রের প্রতিও মানুষকে শ্রদ্ধাশীল করতে হবে।’
প্রধান বিচারপতির মন্তব্যকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও কলকাতার সাবেক মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য। ভারতের জাতীয় সংসদের উচ্চকক্ষের সদস্য বিকাশরঞ্জন মনে করেন, ‘নিরপেক্ষ বিচার ব্যবস্থা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে প্রতিবাদ ও আন্দোলন করার অধিকার সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। মানুষের বাক্স্বাধীনতা হরণ করে গণতন্ত্রকে বাঁচানো যায় না।’
সমালোচনা ও প্রতিবাদ গণতন্ত্রের অঙ্গ। কথাটি মনে করিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি এন ভি রমন। তাঁর মতে, সরকারের সমালোচনা করলেই সেটা দেশবিরোধী বলে ধরে নেওয়া অনুচিত। সেই সঙ্গে নিরপেক্ষ ও শক্তিশালী বিচার ব্যবস্থার পক্ষেও মত প্রকাশ করেন তিনি। তাঁর এই বক্তব্যকে সঠিক ও সময়োপযোগী বলে মনে করেন ভারতীয় আইনজীবীদের বড় অংশ।
বিরোধী শিবির থেকে প্রায়ই অভিযোগ করা হয়, ভারতের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বহুবার কটাক্ষ করেছেন, ‘দেশে সুপার ইমারজেন্সি চলছে। প্রতিবাদী কণ্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে মোদি সরকার।’
সরকারের সমালোচনাকে রাষ্ট্রের সমালোচনা হিসেবে ধরে নিয়ে দেশবিরোধী মামলা হচ্ছে প্রতিবাদীদের বিরুদ্ধে। এমন পর্যবেক্ষণ বিভিন্ন আদালত আগেই জানিয়েছেন। এই অবস্থায় ভারতের প্রধান বিচারপতি রমন গতকাল বুধবার দিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, ‘নির্বাচিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও সমালোচনা করাও গণতান্ত্রিক প্রক্রিয়ারই অঙ্গ।’ সেই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, ‘ভোট দিয়ে সরকার বদল করলেই ভোটাররা স্বৈরতন্ত্র থেকে মুক্তি পাবেন—এমন কোনো রক্ষাকবচও নেই।’
ভারতের প্রধান বিচারপতির মতে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবারই উচিত বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল থাকা। তিনি সব পক্ষকেই যুক্তিগ্রাহ্য ও দায়িত্বশীল আইনের শাসন মেনে চলার পরামর্শ দেন। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তাঁর মতামতকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক বিচারপতির মতে, ‘বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। বিচার ব্যবস্থার ওপর আস্থা বাড়াতে হলে গণতন্ত্রের প্রতিও মানুষকে শ্রদ্ধাশীল করতে হবে।’
প্রধান বিচারপতির মন্তব্যকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও কলকাতার সাবেক মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য। ভারতের জাতীয় সংসদের উচ্চকক্ষের সদস্য বিকাশরঞ্জন মনে করেন, ‘নিরপেক্ষ বিচার ব্যবস্থা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে প্রতিবাদ ও আন্দোলন করার অধিকার সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। মানুষের বাক্স্বাধীনতা হরণ করে গণতন্ত্রকে বাঁচানো যায় না।’
পাকিস্তান-ভারত সম্পর্কের টানাপোড়েনের মাঝেই দিল্লিতে বৈঠক করে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়া। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে দ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন বলেছেন, ‘আমরা যেকোনো ধরনের সন্ত্রাসবাদের বিরোধী। ভারতের সঙ্গে আমাদের অবস্থান একই।’ গত এপ্রিলের পেহেলগাম
১৫ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাধারণ রুশ ভাষায় কথা বলেন। সেটা দেশের বাইরে হোক বা দেশে। সেই চিরাচরিত প্রথা ভেঙে পুতিন স্থানীয় সময় গত শুক্রবার মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় এক সামরিক ঘাঁটিতে ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কিছু শব্দ ইংরেজিতে বলেছেন তিনি।
৪২ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে বৈঠক করতে চান। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এমনটাই জানিয়েছে, হোয়াইট হাউসের দুটি সূত্র। তবে তাঁরা এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।
১ ঘণ্টা আগেমিয়ানমারে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গত সপ্তাহে দেশটির কাচিন রাজ্য সফরে গিয়েছিলেন। সেখানে তিনি ব্যবসায়ী নেতা ও স্থানীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যুদ্ধবিধ্বস্ত হলেও খনিজে সমৃদ্ধ এই অঙ্গরাজ্য দীর্ঘদিন ধরেই আলোচনায়। থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদ
২ ঘণ্টা আগে