Ajker Patrika

অশোক গেহলটের দুই পদে থাকার আশায় গুড়ে বালি রাহুলের

অশোক গেহলটের দুই পদে থাকার আশায় গুড়ে বালি রাহুলের

ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্টের পদ নিয়ে খেলা জমে উঠেছে। বিশেষ করে প্রেসিডেন্ট পদের অন্যতম দাবিদার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের একই সঙ্গে দলীয় প্রধান এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে থাকার আশায় বালি ছিটিয়েছেন রাহুল গান্ধী। দলীয় ‘এক ব্যক্তি, এক পদ’–নীতির প্রতিই আস্থা ব্যক্ত করেছেন রাহুল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচি নিয়ে ব্যস্ত রাহুল। সম্প্রতি কেরালায় এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, ‘আমরা উদয়পুরে যে অঙ্গীকার করেছিলাম, আমি আশা করি তা দৃঢ়ভাবে মানা হবে।’ রাহুলের মন্তব্য এমন সময়ে এল যার মাত্র এক দিন আগেই দলের বর্তমান প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন অশোক গেহলট।

রাহুল গান্ধী আরও বলেন, ‘আমি কংগ্রেসের প্রেসিডেন্ট পদকে একটি আদর্শিক পদ বলেই মনে করি। আমি মনে করি যিনিই কংগ্রেসের প্রেসিডেন্ট হবেন তাঁকে মনে রাখতে হবে যে, তাঁর মাধ্যমেই দলীয় মতাদর্শ, বিশ্বাস এবং ভারতের আগামী দিনের লক্ষ্যকে প্রতিফলিত হয়।’

কংগ্রেসের রাজনীতিতে অশোক গেহলটকে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। তবে রাহুলের এমন মন্তব্যের পর সেই ধারণা অনেকটাই ফিকে হবে বলে ধারণা বিশ্লেষকদের। রাহুলের কথা যদি বজায় থাকে এবং দলীয় নীতি যদি কঠোরভাবে প্রতিপালন করা হয়, তবে অশোক গেহলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। সে ক্ষেত্রে তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন শচীন পাইলট।

 ২০২০ সালে দলের মধ্যে বিদ্রোহ ঘটিয়ে গেহলটের সরকারকে পতনের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছিলেন শচীন। অশোক গেহলটের ভয় এখানেই। কারণ, দলীয় রাজনীতিতে গেহলটের চির প্রতিদ্বন্দ্বী শচীন। তাই শচীন মুখ্যমন্ত্রী হলে রাজস্থানের রাজনীতিতে তাঁর প্রভাব অনেকটাই কমে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত