ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে মার্কিন অর্থায়নের পুরস্কার প্রত্যাখ্যান করেছেন ভারতীয় আদিবাসী এক নারী কবি। তাঁর নাম জাসিন্তা কারকেতা। তিনি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ওঁরাও আদিবাসী গোষ্ঠীর সদস্য। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাসিন্তা আনাদোলুকে জানিয়েছেন, তাঁকে তাঁর ‘জিরহুল’ কাব্যগ্রন্থের জন্য ‘রুম টু রিড ইয়ং অথর’ পুরস্কার দিতে চেয়েছিল ‘রুম টু রিড ইন্ডিয়া ট্রাস্ট’। এই ট্রাস্ট মার্কিন সহায়তা সংস্থা ইউএসএইডের অর্থায়নে পরিচালিত। আর এ কারণেই তিনি মার্কিন অর্থায়নের পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।
ভারতীয় এই নারী কবি আরও জানান, তাঁকে পুরস্কারের আয়োজক গোষ্ঠী একটি ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানিয়েছিল। তিনি বলেন, ‘ফিলিস্তিনে হাজারো শিশু মারা যাচ্ছে এবং প্রাপ্তবয়স্করা শিশুদের জন্য একটি ভালো পৃথিবী নির্মাণ করতে পারছে না। আর তাই একজন কবি হিসেবে, আমি ফিলিস্তিনের শিশু, নারী ও নির্যাতিতদের সঙ্গে আমার সংহতি প্রকাশ করতে চাই।’
জাসিন্তা কারকেতা আরও জানান, ‘রুম টু রিড ইন্ডিয়া ট্রাস্ট’ মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের সঙ্গে সম্পর্কিত আর এই কোম্পানি ইসরায়েলের সঙ্গে অস্ত্র ব্যবসাও পরিচালনা করছে। জাসিন্তা কারকেতা এমন এক সময়ে এই পুরস্কার প্রত্যাখ্যান করলেন, যখন গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্ণ হয়েছে এবং এই সময়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ক্রমাগত সমর্থন দিয়ে গেছে।
ভারতীয় এই কবি মূলত তাঁর সাহিত্যে লিঙ্গভিত্তিক সহিংসতাকে প্রাধান্য দেন। বিশেষ করে নারীদের বিরুদ্ধে, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতিসহ নানা বিষয় উঠে আসে তাঁর সাহিত্যে। তিনি ভারতীয় সরকারের বিভিন্ন নীতির কড়া সমালোচক।
ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে মার্কিন অর্থায়নের পুরস্কার প্রত্যাখ্যান করেছেন ভারতীয় আদিবাসী এক নারী কবি। তাঁর নাম জাসিন্তা কারকেতা। তিনি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ওঁরাও আদিবাসী গোষ্ঠীর সদস্য। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাসিন্তা আনাদোলুকে জানিয়েছেন, তাঁকে তাঁর ‘জিরহুল’ কাব্যগ্রন্থের জন্য ‘রুম টু রিড ইয়ং অথর’ পুরস্কার দিতে চেয়েছিল ‘রুম টু রিড ইন্ডিয়া ট্রাস্ট’। এই ট্রাস্ট মার্কিন সহায়তা সংস্থা ইউএসএইডের অর্থায়নে পরিচালিত। আর এ কারণেই তিনি মার্কিন অর্থায়নের পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।
ভারতীয় এই নারী কবি আরও জানান, তাঁকে পুরস্কারের আয়োজক গোষ্ঠী একটি ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানিয়েছিল। তিনি বলেন, ‘ফিলিস্তিনে হাজারো শিশু মারা যাচ্ছে এবং প্রাপ্তবয়স্করা শিশুদের জন্য একটি ভালো পৃথিবী নির্মাণ করতে পারছে না। আর তাই একজন কবি হিসেবে, আমি ফিলিস্তিনের শিশু, নারী ও নির্যাতিতদের সঙ্গে আমার সংহতি প্রকাশ করতে চাই।’
জাসিন্তা কারকেতা আরও জানান, ‘রুম টু রিড ইন্ডিয়া ট্রাস্ট’ মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের সঙ্গে সম্পর্কিত আর এই কোম্পানি ইসরায়েলের সঙ্গে অস্ত্র ব্যবসাও পরিচালনা করছে। জাসিন্তা কারকেতা এমন এক সময়ে এই পুরস্কার প্রত্যাখ্যান করলেন, যখন গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্ণ হয়েছে এবং এই সময়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ক্রমাগত সমর্থন দিয়ে গেছে।
ভারতীয় এই কবি মূলত তাঁর সাহিত্যে লিঙ্গভিত্তিক সহিংসতাকে প্রাধান্য দেন। বিশেষ করে নারীদের বিরুদ্ধে, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতিসহ নানা বিষয় উঠে আসে তাঁর সাহিত্যে। তিনি ভারতীয় সরকারের বিভিন্ন নীতির কড়া সমালোচক।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৩ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে