Ajker Patrika

যুক্তরাষ্ট্র থেকে ফিরে এলেন ১০৪ ভারতীয় অভিবাসী

যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: এএফপি

উত্তর ভারতের অমৃতসরে একটি সামরিক বিমানে ১০৪ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় বিমানবন্দরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আজ বুধবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে এই প্রথম ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ফেরত আসা ভারতীয়রা বিভিন্ন সময়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এসব অবৈধ অভিবাসী মূলত উত্তর ও পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাট রাজ্য থেকে এসেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, নয়াদিল্লি অবৈধ অভিবাসনের বিরোধী। যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ফেরত নেওয়ার জন্য ভারত প্রস্তুত। কারণ, এই অবৈধ অভিবাসীরা বিভিন্ন ধরনের সংগঠিত অপরাধে জড়িত। তাই যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্তে তাদের কোনো আপত্তি নেই।

আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের কথা আছে। এর মধ্যেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে। তাই ধারণা করা হচ্ছে, বিষয়টি মোদির সফরে প্রভাব ফেলতে পারে।

এর আগে টেলিফোন আলোচনায় মোদি ও ট্রাম্প অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় ট্রাম্প ভারতকে আমেরিকার তৈরি নিরাপত্তা সরঞ্জাম কিনতে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যে ন্যায্যতা নিশ্চিত করার গুরুত্বের কথাও বলেন। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে তাঁদের নির্ধারিত বৈঠকে অভিবাসনের বিষয়টি আলোচনায় আসবে।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে প্রায় ৭ লাখ ২৫ হাজার ভারতীয় নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাই আরও অনেককে ফেরত পাঠানো হতে পারে।

যদিও মোদি ও ট্রাম্পের মধ্যে সুসম্পর্ক রয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর এই ঘটনা দুই দেশের মধ্যে অভিবাসন নীতির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত