উত্তর ভারতের অমৃতসরে একটি সামরিক বিমানে ১০৪ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় বিমানবন্দরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আজ বুধবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে এই প্রথম ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ফেরত আসা ভারতীয়রা বিভিন্ন সময়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এসব অবৈধ অভিবাসী মূলত উত্তর ও পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাট রাজ্য থেকে এসেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, নয়াদিল্লি অবৈধ অভিবাসনের বিরোধী। যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ফেরত নেওয়ার জন্য ভারত প্রস্তুত। কারণ, এই অবৈধ অভিবাসীরা বিভিন্ন ধরনের সংগঠিত অপরাধে জড়িত। তাই যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্তে তাদের কোনো আপত্তি নেই।
আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের কথা আছে। এর মধ্যেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে। তাই ধারণা করা হচ্ছে, বিষয়টি মোদির সফরে প্রভাব ফেলতে পারে।
এর আগে টেলিফোন আলোচনায় মোদি ও ট্রাম্প অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় ট্রাম্প ভারতকে আমেরিকার তৈরি নিরাপত্তা সরঞ্জাম কিনতে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যে ন্যায্যতা নিশ্চিত করার গুরুত্বের কথাও বলেন। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে তাঁদের নির্ধারিত বৈঠকে অভিবাসনের বিষয়টি আলোচনায় আসবে।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে প্রায় ৭ লাখ ২৫ হাজার ভারতীয় নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাই আরও অনেককে ফেরত পাঠানো হতে পারে।
যদিও মোদি ও ট্রাম্পের মধ্যে সুসম্পর্ক রয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর এই ঘটনা দুই দেশের মধ্যে অভিবাসন নীতির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে।
উত্তর ভারতের অমৃতসরে একটি সামরিক বিমানে ১০৪ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় বিমানবন্দরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আজ বুধবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে এই প্রথম ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ফেরত আসা ভারতীয়রা বিভিন্ন সময়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এসব অবৈধ অভিবাসী মূলত উত্তর ও পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাট রাজ্য থেকে এসেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, নয়াদিল্লি অবৈধ অভিবাসনের বিরোধী। যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ফেরত নেওয়ার জন্য ভারত প্রস্তুত। কারণ, এই অবৈধ অভিবাসীরা বিভিন্ন ধরনের সংগঠিত অপরাধে জড়িত। তাই যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্তে তাদের কোনো আপত্তি নেই।
আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের কথা আছে। এর মধ্যেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে। তাই ধারণা করা হচ্ছে, বিষয়টি মোদির সফরে প্রভাব ফেলতে পারে।
এর আগে টেলিফোন আলোচনায় মোদি ও ট্রাম্প অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় ট্রাম্প ভারতকে আমেরিকার তৈরি নিরাপত্তা সরঞ্জাম কিনতে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যে ন্যায্যতা নিশ্চিত করার গুরুত্বের কথাও বলেন। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে তাঁদের নির্ধারিত বৈঠকে অভিবাসনের বিষয়টি আলোচনায় আসবে।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে প্রায় ৭ লাখ ২৫ হাজার ভারতীয় নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাই আরও অনেককে ফেরত পাঠানো হতে পারে।
যদিও মোদি ও ট্রাম্পের মধ্যে সুসম্পর্ক রয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর এই ঘটনা দুই দেশের মধ্যে অভিবাসন নীতির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগে