অনলাইন ডেস্ক
আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর যখন ধারণা করা হচ্ছিল—কেউ বেঁচে নেই; তখন এক ভিডিও সবাইকে চমকে দিয়েছে। পুলিশের ‘কেউ জীবিত নেই’—ঘোষণার ঘণ্টা দুয়েকের মধ্যেই আহমেদাবাদ পুলিশ নিশ্চিত করে, একজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।
ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটির ১১/এ নম্বর সিটের যাত্রী রমেশ (৩৮) খুঁড়িয়ে হাঁটছেন। তাঁর গায়ে সাদা টি-শার্ট ও কালো প্যান্ট, যা খানিকটা ধুলো-ময়লা ও রক্তমাখা। তিনি হেঁটেই অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যান। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর কাছে অন্য যাত্রীদের অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছিলেন।
ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটিতে ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি আছড়ে পড়ে।
Miraculous recovery for one passenger in air india crash - Vishwas Kumar Ramesh, passenger in 11a walks away almost unscathed. Says trouble started 30 seconds into the flight , there was a loud noise and the plane went down, exploding into a ball of orange fire @themojostory pic.twitter.com/V8VOkuL6D1
— barkha dutt (@BDUTT) June 12, 2025
জানা গেছে, বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ নিচে নামতে শুরু করে।
পাইলট থেকে একটি ‘মে ডে’ (Mayday) সংকেত পাওয়ার পরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই আকাশে এক বিশাল আগুনের গোলা বিস্ফোরিত হয়, যার কালো ধোঁয়ার কুণ্ডলী কয়েক মাইল দূর থেকেও দেখা যায়।
আহমেদাবাদে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্তের ঘটনার সব নিউজ পড়তে ক্লিক করুন
আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর যখন ধারণা করা হচ্ছিল—কেউ বেঁচে নেই; তখন এক ভিডিও সবাইকে চমকে দিয়েছে। পুলিশের ‘কেউ জীবিত নেই’—ঘোষণার ঘণ্টা দুয়েকের মধ্যেই আহমেদাবাদ পুলিশ নিশ্চিত করে, একজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।
ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটির ১১/এ নম্বর সিটের যাত্রী রমেশ (৩৮) খুঁড়িয়ে হাঁটছেন। তাঁর গায়ে সাদা টি-শার্ট ও কালো প্যান্ট, যা খানিকটা ধুলো-ময়লা ও রক্তমাখা। তিনি হেঁটেই অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যান। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর কাছে অন্য যাত্রীদের অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছিলেন।
ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটিতে ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি আছড়ে পড়ে।
Miraculous recovery for one passenger in air india crash - Vishwas Kumar Ramesh, passenger in 11a walks away almost unscathed. Says trouble started 30 seconds into the flight , there was a loud noise and the plane went down, exploding into a ball of orange fire @themojostory pic.twitter.com/V8VOkuL6D1
— barkha dutt (@BDUTT) June 12, 2025
জানা গেছে, বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ নিচে নামতে শুরু করে।
পাইলট থেকে একটি ‘মে ডে’ (Mayday) সংকেত পাওয়ার পরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই আকাশে এক বিশাল আগুনের গোলা বিস্ফোরিত হয়, যার কালো ধোঁয়ার কুণ্ডলী কয়েক মাইল দূর থেকেও দেখা যায়।
আহমেদাবাদে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্তের ঘটনার সব নিউজ পড়তে ক্লিক করুন
রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেগত ছয় বছরে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী প্রায় ২০ শতাংশ কমে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজারে। গতকাল রোববার দেশটির ক্ষমতাসীন দলের এক এমপির প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেসম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণার পরপরই ভারতে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোর পণ্য বর্জনের ডাক উঠেছে। ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, আমাজন ও অ্যাপলের মতো ব্র্যান্ডগুলো এখন অনলাইন-অফলাইনে (সামাজিক যোগাযোগমাধ্যম) তীব্র...
২ ঘণ্টা আগেফিলিপিনো কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর জে তারিয়েলা জানিয়েছেন, তাঁরা বিতর্কিত স্কারবরো শোল এলাকায় জেলেদের সহায়তা দিচ্ছিলেন। এ সময় চীনা কোস্ট গার্ড ঝুঁকিপূর্ণ কৌশল অবলম্বন করে। এর ফলে নিজেদের নৌযানের আঘাতে চীনা যুদ্ধজাহাজটির সামনের ডেকে বড়ধরনের ক্ষতি হয়েছে।
৩ ঘণ্টা আগে