Ajker Patrika

হেঁটেই অ্যাম্বুলেন্সে উঠলেন বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রী, অবিশ্বাস্য ভিডিও ভাইরাল

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১২ জুন ২০২৫, ২১: ৪৭
হেঁটেই অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যান জীবিত ব্যক্তি। ছবি: সংগৃহীত
হেঁটেই অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যান জীবিত ব্যক্তি। ছবি: সংগৃহীত

আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর যখন ধারণা করা হচ্ছিল—কেউ বেঁচে নেই; তখন এক ভিডিও সবাইকে চমকে দিয়েছে। পুলিশের ‘কেউ জীবিত নেই’—ঘোষণার ঘণ্টা দুয়েকের মধ্যেই আহমেদাবাদ পুলিশ নিশ্চিত করে, একজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।

ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটির ১১/এ নম্বর সিটের যাত্রী রমেশ (৩৮) খুঁড়িয়ে হাঁটছেন। তাঁর গায়ে সাদা টি-শার্ট ও কালো প্যান্ট, যা খানিকটা ধুলো-ময়লা ও রক্তমাখা। তিনি হেঁটেই অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যান। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর কাছে অন্য যাত্রীদের অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছিলেন।

ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটিতে ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি আছড়ে পড়ে।

জানা গেছে, বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ নিচে নামতে শুরু করে।

পাইলট থেকে একটি ‘মে ডে’ (Mayday) সংকেত পাওয়ার পরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই আকাশে এক বিশাল আগুনের গোলা বিস্ফোরিত হয়, যার কালো ধোঁয়ার কুণ্ডলী কয়েক মাইল দূর থেকেও দেখা যায়।

আহমেদাবাদে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্তের ঘটনার সব নিউজ পড়তে ক্লিক করুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত