Ajker Patrika

বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা 

কলকাতা প্রতিনিধি
বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা 

বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বারোপ করেছে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইসিসি)। বাংলাদেশের স্বাস্থ্য খাতে অবকাঠামো নির্মাণে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করতেই একটি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসবে।

বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রদীপ সুরেখা জানান, ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইসিসি) পক্ষে কলকাতা থেকে স্বাস্থ্য পরিষেবা বিশেষজ্ঞদের ওই দলটি শিগগিরই ঢাকা সফরে আসবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ও অরূপ রায়। তাঁরা দুজনই ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রিজান-উর রহমান উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন। 

দুই দেশের নাগরিকদের ভিসা সমস্যা প্রসঙ্গে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস জানান, উভয় দেশই সমস্যা সমাধানে কাজ করছে। 

সম্মেলনে উভয় দেশের প্রতিনিধিরাই ভারত ও বাংলাদেশের বর্তমান বাণিজ্য ১০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১৬ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার জন্য বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত