Ajker Patrika

১০০ কোটি ডোজ টিকার মাইলফলকে ভারত

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৪: ২৩
১০০ কোটি ডোজ টিকার মাইলফলকে ভারত

আজ বৃহস্পতিবার সকালে ১০০ কোটি ডোজ টিকা প্রয়োগের মাইলফলক স্পর্শ করেছে ভারত। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের এই ঐতিহাসিক মাইলফলকের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি এটিকে ভারতের ভারতীয় বিজ্ঞানের জয়, কর্মপ্রচেষ্টা এবং ১৩০ কোটি ভারতীয়ের সম্মিলিত চেতনা বলে অভিহিত করেছেন। তিনি চিকিৎসক, নার্সসহ এই কৃতিত্ব অর্জনে যাঁরা কাজ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। মাইলফলক অর্জনের পর প্রধানমন্ত্রী দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানদাভিয়া।

এক টুইট বার্তায় মানসুখ মানদাভিয়া বলেছেন, ‘অভিনন্দন ভারত! এটা আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ফসল।’

ভারত সরকারের হিসাব অনুযায়ী, ১৩০ কোটি জনসংখ্যার মধ্যে তিন-চতুর্থাংশ প্রাপ্তবয়স্ক মানুষ করোনার এক ডোজ টিকা পেয়েছেন। আর প্রাপ্তবয়স্কদের ৩০ শতাংশ পূর্ণ ডোজ টিকা পেয়েছে।

সবচেয়ে বেশি টিকা প্রয়োগ করা পাঁচটি রাজ্য হচ্ছে উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, গুজরাট ও মধ্যপ্রদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত