ভারতের একটি হাসপাতাল থেকে সাত বছর বয়সী সন্তানের মৃতদেহ কাঁধে নিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরেছেন এক ব্যক্তি। ঘটনাটির ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ে। সেখানকার সুরগুজা জেলার আমডালা গ্রামের ঈশ্বর দাসের সাত বছর বয়সী মেয়ে সুরেখা কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল। গতকাল শুক্রবার ঈশ্বর দাস তাকে লখনপুর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এরপর মেয়ের মৃতদেহ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করতে না পেরে নিজের কাঁধে তুলে নেন এবং হেঁটেই বাড়ির পথে রওনা দেন। বাড়ি পৌঁছাতে তাঁকে ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।
হাসপাতালের স্বাস্থ্য সহকারী ডা. বিনোদ ভার্গব বলেছেন, ‘অসুস্থ মেয়েটির অক্সিজেন লেভেল খুবই কম ছিল। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে শুরু করলেও অবস্থার দ্রুত অবনতি হয় এবং একসময় সে মারা যায়।’
চিকিৎসক বিনোদ ভার্গব আরও বলেন, ‘আমরা মৃতদেহ বহনকারী গাড়ি আনতে পাঠিয়েছিলাম। গাড়ি এসে পৌঁছায় ৯টা ২০ মিনিটে। কিন্তু তার আগেই মৃতদেহ নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যায় তার পরিবার।’
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয় প্রশাসনের নজরে আসে। ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিং দেও বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি, এটি সত্যিই খুবই মর্মান্তিক এবং বিব্রতকর।’ তিনি দ্রুত এ ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের।
ভারতের একটি হাসপাতাল থেকে সাত বছর বয়সী সন্তানের মৃতদেহ কাঁধে নিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরেছেন এক ব্যক্তি। ঘটনাটির ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ে। সেখানকার সুরগুজা জেলার আমডালা গ্রামের ঈশ্বর দাসের সাত বছর বয়সী মেয়ে সুরেখা কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল। গতকাল শুক্রবার ঈশ্বর দাস তাকে লখনপুর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এরপর মেয়ের মৃতদেহ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করতে না পেরে নিজের কাঁধে তুলে নেন এবং হেঁটেই বাড়ির পথে রওনা দেন। বাড়ি পৌঁছাতে তাঁকে ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।
হাসপাতালের স্বাস্থ্য সহকারী ডা. বিনোদ ভার্গব বলেছেন, ‘অসুস্থ মেয়েটির অক্সিজেন লেভেল খুবই কম ছিল। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে শুরু করলেও অবস্থার দ্রুত অবনতি হয় এবং একসময় সে মারা যায়।’
চিকিৎসক বিনোদ ভার্গব আরও বলেন, ‘আমরা মৃতদেহ বহনকারী গাড়ি আনতে পাঠিয়েছিলাম। গাড়ি এসে পৌঁছায় ৯টা ২০ মিনিটে। কিন্তু তার আগেই মৃতদেহ নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যায় তার পরিবার।’
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয় প্রশাসনের নজরে আসে। ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিং দেও বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি, এটি সত্যিই খুবই মর্মান্তিক এবং বিব্রতকর।’ তিনি দ্রুত এ ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৪ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৪ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে