Ajker Patrika

শিক্ষার্থীর আত্মহত্যার জেরে উত্তাল পাঞ্জাবের এক বিশ্ববিদ্যালয়

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১২: ৪৭
শিক্ষার্থীর আত্মহত্যার জেরে উত্তাল পাঞ্জাবের এক বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীর আত্মহত্যার জেরে উত্তাল ভারতের পাঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। সুষ্ঠু তদন্তের দাবিতে এই বিক্ষোভ বলে জানান তাঁরা। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, পাঞ্জাবের ফাগওয়ারার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে এ নিয়ে পরপর দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটল। কদিন আগেই বিশ্ববিদ্যালয়টির আরেক শিক্ষার্থী আত্মহত্যা করেন। 

স্থানীয় পুলিশ বলছে, ২১ বছর বয়সী অগ্নি এস দিলীপ নামের ওই ছাত্র হোস্টেলে তাঁর নিজের কক্ষেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। রেখে যাওয়া সুইসাইড নোটের পরিপ্রেক্ষিতে পুলিশ জানায়, ‘ব্যক্তিগত’ কারণে আত্মহত্যা করেছেন দিলীপ। 

ফাগওয়ারা পুলিশ এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্রের ব্যক্তিগত কিছু সমস্যা ছিল, যেমনটা তাঁর সুইসাইড নোটে জানা যায়।’ 

লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তদন্ত ও সুইসাইড নোটের সব বিষয়বস্তু ওই ছাত্রের ব্যক্তিগত সমস্যার দিকে ইঙ্গিত করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও তদন্তের জন্য পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত বলেও জানানো হয় বিবৃতিতে। 

বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, এর আগের আত্মহত্যার ঘটনাটি ধামাচাপা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই দুটি ঘটনারই সুষ্ঠু তদন্তের দাবিতে এই আন্দোলন তাঁদের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত