অনলাইন ডেস্ক
ভারতের আসাম রাজ্যের বর্দুমসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হেফাজতে থাকা এক তরুণকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, বর্দুমসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ সাহারিয়া, সেকেন্ড অফিসার দত্ত ও ডেকা নামে পরিচিত আরও একজন কর্মকর্তা গতকাল শনিবার (৩ মে) মহং গ্রামের বাসিন্দা সঞ্জীব মোরান নামে এক তরুণকে থানায় ডাকেন। পরবর্তীকালে ওই তরুণ থানায় এলে তাঁর ওপর গুরুতর শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানীয় কয়েকজন জানান, সঞ্জীবের ওপর মরিচগুঁড়া ব্যবহার করে নির্যাতন করা হয়েছে।
ইন্ডিয়া টুডে কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনের ভোট চলাকালীন মোরান ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে এই ঘটনার সূত্রপাত। নির্বাচনের পরদিন ওই তরুণকে থানায় ডাকা হয়েছিল বলে জানা গেছে। এ সময় তাঁর নামে একটি মামলাও দেওয়া হয়।
সঞ্জীব মোরান বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনা এলাকায় ক্ষোভের জন্ম দিয়েছে। আজ রোববার (৪ মে) অসংখ্য মানুষ বর্দুমসা থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা জড়িত কর্মকর্তাদের অবিলম্বে বরখাস্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিক্ষোভকারীরা আইন প্রয়োগকারী কর্মীদের এই আচরণকে ‘অমানবিক ও বর্বর’ বলে নিন্দা করেছেন এবং বিষয়টি নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ বা বিক্ষোভকারীদের দাবি সম্পর্কে কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি।
ভারতের আসাম রাজ্যের বর্দুমসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হেফাজতে থাকা এক তরুণকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, বর্দুমসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ সাহারিয়া, সেকেন্ড অফিসার দত্ত ও ডেকা নামে পরিচিত আরও একজন কর্মকর্তা গতকাল শনিবার (৩ মে) মহং গ্রামের বাসিন্দা সঞ্জীব মোরান নামে এক তরুণকে থানায় ডাকেন। পরবর্তীকালে ওই তরুণ থানায় এলে তাঁর ওপর গুরুতর শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানীয় কয়েকজন জানান, সঞ্জীবের ওপর মরিচগুঁড়া ব্যবহার করে নির্যাতন করা হয়েছে।
ইন্ডিয়া টুডে কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনের ভোট চলাকালীন মোরান ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে এই ঘটনার সূত্রপাত। নির্বাচনের পরদিন ওই তরুণকে থানায় ডাকা হয়েছিল বলে জানা গেছে। এ সময় তাঁর নামে একটি মামলাও দেওয়া হয়।
সঞ্জীব মোরান বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনা এলাকায় ক্ষোভের জন্ম দিয়েছে। আজ রোববার (৪ মে) অসংখ্য মানুষ বর্দুমসা থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা জড়িত কর্মকর্তাদের অবিলম্বে বরখাস্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিক্ষোভকারীরা আইন প্রয়োগকারী কর্মীদের এই আচরণকে ‘অমানবিক ও বর্বর’ বলে নিন্দা করেছেন এবং বিষয়টি নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ বা বিক্ষোভকারীদের দাবি সম্পর্কে কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি।
আজ রোববার ইরানের ধর্মীয় নগরী মাশহাদে আরেকটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে। এ ছাড়া দেশটির কুম শহরেও একটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১২ মিনিট আগেইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ জানিয়েছে, তারা প্রথমবারের মতো সমুদ্রপথে পরিচালিত একটি ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি এসইউ-৩০ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। গতকাল শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে,বিশ্বের ইতিহাসে এই প্রথম কোনো যুদ্ধবিমান একটি সামুদ্রিক ড্রোনের মাধ্যমে ধ্বংস হলো। বিমানটি আকাশেই জ্বলে ওঠে এব
২৯ মিনিট আগেআজ রোববার (৪ মে) কর্ণাটকের কালাবুরাগিতে জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষায় (এনইইটি) বসার আগে একজন শিক্ষার্থীর পৈতা বা উপবীত খুলে ফেলতে বলা হয়। পরে বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় ব্রাহ্মণ সম্প্রদায়। স্থানীয় ব্রাহ্মণসমাজের সদস্যরা ওই পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন। তাঁদের
১ ঘণ্টা আগেব্রাজিলের রিও ডি জেনেইরোর বিশ্বখ্যাত কোপাকাবানা সৈকত শনিবার রাতে রূপ নিয়েছিল এক জনসমুদ্রে। কারণ মার্কিন পপ সুপারস্টার লেডি গাগা সেখানে একটি ফ্রি কনসার্ট উপহার দিয়েছেন। আয়োজকেরা দাবি করেছেন, ঐতিহাসিক এই অনুষ্ঠানে লোক সমাগম হয়েছে ২১ লাখেরও বেশি।
২ ঘণ্টা আগে