কলকাতা প্রতিনিধি
দিল্লির হাইভোল্টেজ করপোরেশন নির্বাচনের আগে আবারও ভিডিও বোমা ফাটাল বিজেপি। এবারের টার্গেট দিল্লিতে ক্ষমতাসীন কেজরিওয়ালের দল আম আদমি পার্টি।
অর্থ পাচারের অভিযোগে তিহার জেলে বন্দী দিল্লির আম আদমি পার্টি (এএপি) সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিলাসিতার ভিডিও আগেই প্রকাশ করেছিল বিজেপি। সেই ভিডিও থেকে দেখা গিয়েছিল, জেলের ভেতর মন্ত্রী সত্যেন্দ্র জৈনের শরীর ও পা ম্যাসাজ চলছে। এবারের ভিডিওতে দেখা গেল, এখনো বিলাসী জীবন চালিয়ে যাচ্ছেন তিনি। বিজেপির প্রকাশ করা ওই ভিডিওতে দেখা গেছে তিহার জেলের সুপারের সঙ্গে শুয়ে শুয়ে খোশ গল্পে মেতে উঠেছেন জেলবন্দী মন্ত্রী।
ভিডিওতে দলীয় নেতার এমন বিলাসী বন্দী জীবনের বিষয়টি ফাঁস হলেও এএপির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তাঁর মতে, ‘জেলের ম্যানুয়াল মেনেই সুবিধা পাচ্ছেন সত্যেন্দ্র।’ একই সঙ্গে তাঁর দাবি, বিজেপির ১০টি ভিডিও বনাম তাঁদের ১০ অঙ্গীকার নিয়ে মানুষ ৪ ডিসেম্বর ভোটের দিনই জবাব দেবেন।
তবে ভিডিও প্রকাশ্যে আসার পর ডিজি (প্রিজন) সন্দীপ গোয়েলসহ ১২ জনকে বদলি করা হয়েছে। এএপির অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাঁদের।
দিল্লির হাইভোল্টেজ করপোরেশন নির্বাচনের আগে আবারও ভিডিও বোমা ফাটাল বিজেপি। এবারের টার্গেট দিল্লিতে ক্ষমতাসীন কেজরিওয়ালের দল আম আদমি পার্টি।
অর্থ পাচারের অভিযোগে তিহার জেলে বন্দী দিল্লির আম আদমি পার্টি (এএপি) সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিলাসিতার ভিডিও আগেই প্রকাশ করেছিল বিজেপি। সেই ভিডিও থেকে দেখা গিয়েছিল, জেলের ভেতর মন্ত্রী সত্যেন্দ্র জৈনের শরীর ও পা ম্যাসাজ চলছে। এবারের ভিডিওতে দেখা গেল, এখনো বিলাসী জীবন চালিয়ে যাচ্ছেন তিনি। বিজেপির প্রকাশ করা ওই ভিডিওতে দেখা গেছে তিহার জেলের সুপারের সঙ্গে শুয়ে শুয়ে খোশ গল্পে মেতে উঠেছেন জেলবন্দী মন্ত্রী।
ভিডিওতে দলীয় নেতার এমন বিলাসী বন্দী জীবনের বিষয়টি ফাঁস হলেও এএপির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তাঁর মতে, ‘জেলের ম্যানুয়াল মেনেই সুবিধা পাচ্ছেন সত্যেন্দ্র।’ একই সঙ্গে তাঁর দাবি, বিজেপির ১০টি ভিডিও বনাম তাঁদের ১০ অঙ্গীকার নিয়ে মানুষ ৪ ডিসেম্বর ভোটের দিনই জবাব দেবেন।
তবে ভিডিও প্রকাশ্যে আসার পর ডিজি (প্রিজন) সন্দীপ গোয়েলসহ ১২ জনকে বদলি করা হয়েছে। এএপির অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাঁদের।
ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান তো লামের মস্কো সফর শেষে এল এই ঘোষণা। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি প্রায় এক দশক আগে স্থগিত হওয়া পরমাণু প্রকল্পের পরিকল্পনা আবার সক্রিয় করেছে, কারণ, তাদের দ্রুত বিকাশমান অর্থনীতিকে টিকিয়ে রাখতে বিদ্যুৎ উৎপাদনক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
১৫ মিনিট আগেএই ঘোষণার পর তুরস্ক ও পিকেকের দীর্ঘদিনের সংঘাত শেষ হওয়ার পথ তৈরি হয়েছে, যে সংঘাত ছড়িয়ে পড়েছিল সিরিয়া ও ইরাকেও। এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে কারাগার থেকে এক চিঠিতে গোষ্ঠীটিকে অস্ত্র সমর্পণের আহ্বান জানান ওজালান।
২০ মিনিট আগে৭ মে রাতে পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক স্থানে বিমান হামলা চালায় ভারত। রাতেই নিয়ন্ত্রণরেখা বরাবর বন্দুকযুদ্ধ শুরু হয় দুপক্ষের মধ্যে। চার দিন ধরে ড্রোন যুদ্ধ চলে দুপক্ষে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।
৩৬ মিনিট আগেযুক্তরাজ্যে ভিসা পেতে হলে এখন থেকে বিদেশি দক্ষ কর্মীদের আরও কঠিন ইংরেজি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নতুন অভিবাসন নীতিতে বলা হয়েছে, তাঁদের এখন এমন পর্যায়ের ইংরেজি জানতে হবে যা ‘এ’ লেভেল সমমানের—যেখানে তাঁরা স্বতঃস্ফূর্ত ও সাবলীলভাবে সামাজিক, একাডেমিক ও পেশাগত পরিবেশে কথা বলতে পারবেন।
১ ঘণ্টা আগে