অনলাইন ডেস্ক
ভারতে এক বিচারপতির সরকারি বাসভবন থেকে জ্ঞাত আয় বহির্ভূত নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এরপর ওই বিচারপতিকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের সুপ্রিম কোর্টের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল— কলেজিয়াম। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন কলেজিয়াম এ সিদ্ধান্ত নিয়েছে।
আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির তথ্য মতে, কলেজিয়ামের পাঁচ সদস্য সর্বসম্মতিক্রমে বিচারপতি যশোবন্ত ভার্মাকে বদলির সিদ্ধান্ত নেন। তবে কিছু সদস্য মনে করছেন, শুধু বদলিই যথেষ্ট নয়; আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যাতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় এবং সাধারণ মানুষের মধ্যে বিচার বিভাগের প্রতি আস্থা বজায় থাকে।
এ কারণে বিচারপতি ভার্মাকে স্বেচ্ছায় পদত্যাগ করার নির্দেশ দেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে। যদি তিনি পদত্যাগ করতে অস্বীকার করেন, তাহলে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হতে পারে, যা শেষ পর্যন্ত সংসদের মাধ্যমে তাঁকে অপসারণের প্রথম ধাপ হিসেবে কাজ করবে।
এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি বিচারপতি যশোবন্ত ভার্মা।
গত সপ্তাহে হিন্দু ধর্মাবলম্বীদের দোল উৎসবের ছুটিতে যশোবন্ত ভার্মার বাসভবনে আগুন লাগে। সেসময় তিনি বাড়িতে ছিলেন না। তাঁর পরিবার ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন নেভাতে গিয়ে বিচারপতির বাড়িতে বিপুল পরিমাণে নগদ অর্থ পান ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাঁরা পুলিশকে জানান।
সুপ্রিম কোর্টের ১৯৯৯ সালের নির্দেশিকায় বিচারপতিদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং বিচারিক অনিয়ম সংক্রান্ত অভিযোগের তদন্ত ও মোকাবিলার পদ্ধতি উল্লেখ আছে। সেই নির্দেশিকা অনুযায়ী, কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ এলে প্রথমে প্রধান বিচারপতি তাঁর কাছে ব্যাখ্যা চাইবেন। যদি প্রধান বিচারপতি অভিযুক্তের জবাবে সন্তুষ্ট না হন কিংবা বিষয়টি অধিকতর তদন্তের প্রয়োজন হয়, তাহলে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হবে।
এই কমিটিতে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি এবং দুটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি থাকবেন। তদন্তের পর কমিটি একটি প্রতিবেদন দেবে। যদি প্রধান বিচারপতি মনে করেন, অভিযুক্ত বিচারপতির আচরণ গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে, তবে তিনি তাঁকে পদত্যাগ করার নির্দেশ দিতে পারেন।
যদি অভিযুক্ত বিচারপতি পদত্যাগ করতে অস্বীকার করেন, তাহলে প্রধান বিচারপতি সরকারের কাছে চিঠি পাঠিয়ে সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে অপসারণের প্রস্তাব দিতে পারেন। এটি ভারতীয় সংবিধানের ১২৪ (৪) অনুচ্ছেদের আওতায় পড়ে।
ভারতে এক বিচারপতির সরকারি বাসভবন থেকে জ্ঞাত আয় বহির্ভূত নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এরপর ওই বিচারপতিকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের সুপ্রিম কোর্টের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল— কলেজিয়াম। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন কলেজিয়াম এ সিদ্ধান্ত নিয়েছে।
আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির তথ্য মতে, কলেজিয়ামের পাঁচ সদস্য সর্বসম্মতিক্রমে বিচারপতি যশোবন্ত ভার্মাকে বদলির সিদ্ধান্ত নেন। তবে কিছু সদস্য মনে করছেন, শুধু বদলিই যথেষ্ট নয়; আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যাতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় এবং সাধারণ মানুষের মধ্যে বিচার বিভাগের প্রতি আস্থা বজায় থাকে।
এ কারণে বিচারপতি ভার্মাকে স্বেচ্ছায় পদত্যাগ করার নির্দেশ দেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে। যদি তিনি পদত্যাগ করতে অস্বীকার করেন, তাহলে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হতে পারে, যা শেষ পর্যন্ত সংসদের মাধ্যমে তাঁকে অপসারণের প্রথম ধাপ হিসেবে কাজ করবে।
এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি বিচারপতি যশোবন্ত ভার্মা।
গত সপ্তাহে হিন্দু ধর্মাবলম্বীদের দোল উৎসবের ছুটিতে যশোবন্ত ভার্মার বাসভবনে আগুন লাগে। সেসময় তিনি বাড়িতে ছিলেন না। তাঁর পরিবার ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন নেভাতে গিয়ে বিচারপতির বাড়িতে বিপুল পরিমাণে নগদ অর্থ পান ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাঁরা পুলিশকে জানান।
সুপ্রিম কোর্টের ১৯৯৯ সালের নির্দেশিকায় বিচারপতিদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং বিচারিক অনিয়ম সংক্রান্ত অভিযোগের তদন্ত ও মোকাবিলার পদ্ধতি উল্লেখ আছে। সেই নির্দেশিকা অনুযায়ী, কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ এলে প্রথমে প্রধান বিচারপতি তাঁর কাছে ব্যাখ্যা চাইবেন। যদি প্রধান বিচারপতি অভিযুক্তের জবাবে সন্তুষ্ট না হন কিংবা বিষয়টি অধিকতর তদন্তের প্রয়োজন হয়, তাহলে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হবে।
এই কমিটিতে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি এবং দুটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি থাকবেন। তদন্তের পর কমিটি একটি প্রতিবেদন দেবে। যদি প্রধান বিচারপতি মনে করেন, অভিযুক্ত বিচারপতির আচরণ গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে, তবে তিনি তাঁকে পদত্যাগ করার নির্দেশ দিতে পারেন।
যদি অভিযুক্ত বিচারপতি পদত্যাগ করতে অস্বীকার করেন, তাহলে প্রধান বিচারপতি সরকারের কাছে চিঠি পাঠিয়ে সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে অপসারণের প্রস্তাব দিতে পারেন। এটি ভারতীয় সংবিধানের ১২৪ (৪) অনুচ্ছেদের আওতায় পড়ে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৭ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৯ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগে