Ajker Patrika

অমরনাথে প্রবল বর্ষণে নিহত ১৬, নিখোঁজ ৪০

অমরনাথে প্রবল বর্ষণে নিহত ১৬, নিখোঁজ ৪০

জম্মু-কাশ্মীরে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ১৬ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৪০ জন। ১৫ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জম্মু এবং কাশ্মীর প্রশাসন চারটি হেল্পলাইন নাম্বার চালু করেছে। যেন মানুষ তার স্বজনদের বিষয়ে খোঁজ নিতে পারে। 

আনন্দবাজার জানায়, গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে অমরনাথ গুহায় তীর্থযাত্রীরা দলে দলে যাচ্ছিলেন। অমরনাথ গুহার কাছেই তীর্থযাত্রীদের জন্য কয়েক হাজার অস্থায়ী শিবির গড়ে তোলা হয়েছিল। সেই শিবিরেই দূরদূরান্ত থেকে আসা তীর্থযাত্রীরা আশ্রয় নিয়েছিলেন। বিকেল ৫টার দিকে অমরনাথের নিম্ন গুহার কাছে হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টি হয়। পানির প্রবল স্রোতে নিশ্চিহ্ন হয়ে যায় ২৫টি তাঁবু। 

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে ৬টার মধ্যে অমরনাথ গুহার আশপাশে ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে পানির প্রবল স্রোত নিচের দিকে নেমে আসে। 

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের মহাপরিচালক অতুল কারওয়াল বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘১৬ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৪০ জন। ভূমিধসের কোনো ঘটনা ঘটেনি। তবে এখনো প্রবল বর্ষণ অব্যাহত আছে। চারটি দলে ভাগ হয়ে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের শতাধিক কর্মী উদ্ধারকাজ পরিচালনা করছে। এছাড়া জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ, আইটিবিপি এবং ভারতীয় সেনাবাহিনীও উদ্ধারকাজে নিয়োজিত আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত