Ajker Patrika

পাকিস্তানের দিকে চেনাব নদীর পানি আটকাল ভারত, এরপর ঝিলম

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ মে ২০২৫, ১৭: ২৭
ভারত পানি প্রত্যাহার করায় চেনাব প্রায় শুকিয়ে গেছে ভাটিতে। ছবি: এক্স
ভারত পানি প্রত্যাহার করায় চেনাব প্রায় শুকিয়ে গেছে ভাটিতে। ছবি: এক্স

ভারত-পাকিস্তানের মধ্যকার অভিন্ন নদী চেনাবের পানিপ্রবাহ বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। এর ফলে নদীটির ভাটিতে থাকা পাকিস্তান কতটা পানি পাবে, তা এখনো নিশ্চিত নয়। এ ছাড়া অপর এক অভিন্ন নদী ঝিলমের পানিপ্রবাহও বন্ধ করার কথা ভাবছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চেনাব নদীর ভারতীয় অংশে নির্মিত বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে পানিপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ঝিলম নদীর কিষাণগঙ্গা প্রকল্প থেকেও পানি সরবরাহ কমানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। সিন্ধু নদীর ফানি থেকে পাকিস্তানকে ‘এক ফোঁটাও’ পানি না দেওয়ার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে, এটি তারই অংশ।

ভারতের ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশনের এক কর্মকর্তা গতকাল রোববার জানিয়েছেন, এক সপ্তাহ ধরে আলোচনা ও জলবিদ্যুৎ–সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার পর ভারত বাগলিহার বাঁধে পলি অপসারণের কাজ শুরু করেছে। বাঁধের পানি নিয়ন্ত্রণের দরজাগুলো নামিয়ে দেওয়ায় পাকিস্তানের দিকে পানিপ্রবাহ প্রায় ৯০ শতাংশ কমে গেছে। কিষাণগঙ্গা বাঁধেও একই ধরনের কাজ করার পরিকল্পনা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দ্বিতীয় এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের গেট বন্ধ করে দিয়েছি। আমরা জলাধারের পলি অপসারণ করেছি এবং এটি পুনরায় পূরণ করতে হবে। এই প্রক্রিয়া আগামী শনিবার শুরু হয়েছে।’

উত্তর-পশ্চিম হিমালয়ের গুরেজ উপত্যকায় অবস্থিত প্রথম মেগা জলবিদ্যুৎকেন্দ্র কিষাণগঙ্গা বাঁধেও ‘খুব শিগগির’ বড় ধরনের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে এবং ভাটির দিকে পানির সব প্রবাহ বন্ধ করে দেওয়া হবে। এই দুটি বাঁধের নকশা নিয়ে পাকিস্তান আপত্তি জানিয়েছিল।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীরা বহু পর্যটককে হত্যা করার এক দিন পর ভারত পাকিস্তানের সঙ্গে ছয় দশক পুরোনো সিন্ধু পানিচুক্তি স্থগিত রাখে। এই চুক্তি দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের কারণে এমনিতেই বেশ উত্তপ্ত ছিল। দ্বিতীয় ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘যেহেতু ভারত সিন্ধু পানিচুক্তি স্থগিত রেখেছে, তাই আমরা আমাদের নাগরিকদের সুবিধার জন্য আমাদের নদীর জল ব্যবহার করার সম্ভাব্য সমস্ত উপায় খতিয়ে দেখছি।’

শনিবার জলশক্তি মন্ত্রণালয় সিন্ধু নদীব্যবস্থা থেকে উত্তরাঞ্চলের রাজ্যগুলোতে পানি সরবরাহ বৃদ্ধির জন্য নেওয়া বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে ওই প্রথম কর্মকর্তা বলেছেন, ‘আমরা পাকিস্তানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত।’

তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরে চেনাব নদী ও এর উপনদীগুলোর ওপর চারটি চলমান জলবিদ্যুৎ প্রকল্পে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং সেগুলো ২০২৭-২৮ সালে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পগুলো হলো—পাকাল ডুল (১ হাজার মেগাওয়াট), কিরু (৬২৪ মেগাওয়াট), কোয়ার (৫৪০ মেগাওয়াট) ও রাতলে (৮৫০ মেগাওয়াট)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত