Ajker Patrika

উত্তর প্রদেশে পূজা মণ্ডপে অগ্নিকাণ্ডে নিহত ৫ 

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১১: ৫৭
উত্তর প্রদেশে পূজা মণ্ডপে অগ্নিকাণ্ডে নিহত ৫ 

ভারতের উত্তর প্রদেশের ভদোহিতে একটি দুর্গাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৫ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও ৬৬ জন। স্থানীয় সময় রোববার (২ অক্টোবর) এ অগ্নিকাণ্ড হয়।

জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে গিয়ে উদ্ধারকাজের তদারকি করেন তাঁরা। ভদোহির জেলা প্রশাসক গৌরাঙ্গ রাঠি বলেন, আওরাই থানার অন্তর্গত একটি দুর্গাপুজো মণ্ডপে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

দমকল বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, রাত ৯টার দিকে আরতি সময় এই দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লাগল সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুন লাগার পর মুহূর্তে মণ্ডপের কাপড়ে লেগে তা ছড়িয়ে পড়ে। 

যে সময় মণ্ডপে আগুন লাগে তখন সেখানে কমপক্ষে ১৫০ মানুষ উপস্থিত ছিল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে এই অগ্নিকাণ্ডে নিহতের প্রতি শোক ও হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত