Ajker Patrika

দিল্লিতে সহিংসতা, আটক ২০ 

দিল্লিতে সহিংসতা, আটক ২০ 

ভারতের রাজধানী নয়াদিল্লিতে হিন্দু–মুসলিম সহিংসতার ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে হিন্দুদের একটি ধর্মীয় মিছিল চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীর শহরতলি জাহাঙ্গীরপুরার ওই সংঘর্ষে ছয় পুলিশ কর্মকর্তাসহ এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার পৃথক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আল–জাজিরার প্রতিবেদন অনুসারে, রোববার এক টুইটে এই ২০ জনের গ্রেপ্তারের কথা উল্লেখ করে দিল্লি পুলিশ জানিয়েছে—বাকি দাঙ্গাবাজদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের চিহ্নিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, দিল্লি পুলিশ জানিয়েছে, হনুমান জয়ন্তী মিছিলে সংঘটিত সহিংসতার জন্য দুই অপ্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি দেশীয় পিস্তল ও পাঁচটি তলোয়ার জব্দ করা হয়েছে। এরই মধ্যেই তাঁদের আদালতে হাজির করা হয়েছে।

এদিকে, সহিংসতার বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, গত শনিবার সন্ধ্যায় হনুমান জয়ন্তীর মিছিলে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষই সহিংসতা শুরুর করার বিষয়ে একে অপরকে দায়ী করেছে। স্থানীয় মুসলমানেরা দাবি করেছেন—হনুমান জয়ন্তী মিছিলে অংশগ্রহণকারীরা অস্ত্র বহন করছিল এবং একটি মসজিদ ভাঙচুরের চেষ্টা চালিয়েছিল। 

অপরদিকে, মিছিলে অংশগ্রহণকারীরা অস্ত্র বহনের কথা স্বীকার করলেও জানিয়েছে, সহিংসতার জন্য মুসলমানেরাই দায়ী। তাঁরা বলেছে, তাঁদের দিকে পাথর ছুড়ে মারা হয়েছিল। 

এই ঘটনায় পুলিশ দাঙ্গা, খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্তে ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল সেলের কর্মকর্তাদের দশটি টিম গঠন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত