ভারতের উত্তর প্রদেশে ‘আধুনিক’ পোশাক পরায় এক কিশোরীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে ১৭ বছর বয়সী কিশোরী নেহা পাশওয়ানকে পিটিয়ে হত্যা করেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাড়িতেই নারী ও কিশোরীরা কতটা অনিরাপদ, তা এ ঘটনাটি বুঝিয়ে দিল।
নেহা পাশওয়ানের মা শকুন্তলা দেবী পাশওয়ান বিবিসিকে বলেন, ‘নেহার দাদুবাড়ি উত্তর প্রদেশের দেওরিয়া জেলার সাবরেজি খড়গ গ্রামে। দাদুর বাড়িতে নেহার আধুনিক পোশাক পরা নিয়ে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নেহার দাদু ও চাচারা নেহাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।’
শকুন্তলা দেবী পাশওয়ান আরও বলেন, ‘নেহাকে যেদিন হত্যা করা হয়, সেদিন নেহা উপবাসে ছিল। সন্ধ্যার দিকে জিনস ও টপস পরে ধর্মীয় কিছু কাজ করার সময় পরিবারের সদস্যরা নেহাকে বারণ করেন। নেহা বারণ না শুনে জিনস ও টপসের পক্ষে যুক্তি দেয়। নেহা পরিবারের সদস্যদের উদ্দেশে বলে, জিনস তো পরার জন্যই বানানো হয়েছে এবং সে সব সময়ই এটা পরবে। তর্ক-বিতর্কের একপর্যায়ে নেহাকে পিটিয়ে হত্যা করা হয়।’
ঘটনা আড়াল করতে নেহার মরদেহ সেতু থেকে পানিতে ছুড়ে ফেলা হয়। কিন্তু মরদেহ পানিতে না পড়ে সেতুরই একটা অংশে আটকে যায় এবং ঝুলতে থাকে। পুলিশ পরে সেখান থেকে নেহার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত নেহার দাদা-দাদি, চাচা-চাচি, চাচাতো ভাই ও মরদেহ বহন করা অটোরিকশার চালকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের উত্তর প্রদেশে ‘আধুনিক’ পোশাক পরায় এক কিশোরীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে ১৭ বছর বয়সী কিশোরী নেহা পাশওয়ানকে পিটিয়ে হত্যা করেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাড়িতেই নারী ও কিশোরীরা কতটা অনিরাপদ, তা এ ঘটনাটি বুঝিয়ে দিল।
নেহা পাশওয়ানের মা শকুন্তলা দেবী পাশওয়ান বিবিসিকে বলেন, ‘নেহার দাদুবাড়ি উত্তর প্রদেশের দেওরিয়া জেলার সাবরেজি খড়গ গ্রামে। দাদুর বাড়িতে নেহার আধুনিক পোশাক পরা নিয়ে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নেহার দাদু ও চাচারা নেহাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।’
শকুন্তলা দেবী পাশওয়ান আরও বলেন, ‘নেহাকে যেদিন হত্যা করা হয়, সেদিন নেহা উপবাসে ছিল। সন্ধ্যার দিকে জিনস ও টপস পরে ধর্মীয় কিছু কাজ করার সময় পরিবারের সদস্যরা নেহাকে বারণ করেন। নেহা বারণ না শুনে জিনস ও টপসের পক্ষে যুক্তি দেয়। নেহা পরিবারের সদস্যদের উদ্দেশে বলে, জিনস তো পরার জন্যই বানানো হয়েছে এবং সে সব সময়ই এটা পরবে। তর্ক-বিতর্কের একপর্যায়ে নেহাকে পিটিয়ে হত্যা করা হয়।’
ঘটনা আড়াল করতে নেহার মরদেহ সেতু থেকে পানিতে ছুড়ে ফেলা হয়। কিন্তু মরদেহ পানিতে না পড়ে সেতুরই একটা অংশে আটকে যায় এবং ঝুলতে থাকে। পুলিশ পরে সেখান থেকে নেহার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত নেহার দাদা-দাদি, চাচা-চাচি, চাচাতো ভাই ও মরদেহ বহন করা অটোরিকশার চালকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে আজ মঙ্গলবার (১৩ মে) একটি কৌশলগত অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রায় ১৪২ বিলিয়ন ডলার সমমূল্যের অস্ত্র চুক্তি।
৬ ঘণ্টা আগে২০১৬ সালের অক্টোবরে প্যারিসে এক ভয়াবহ ডাকাতির শিকার হন মার্কিন রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান। সেই ঘটনার বিচারে চলমান মামলায় আজ মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। আদালতে কিম জানান, ঘটনার সময় তিনি নিশ্চিত ছিলেন, তাঁকে ধর্ষণ ও হত্যা করা হবে।
৭ ঘণ্টা আগেনির্দোষ হয়েও প্রায় চার দশক ধরে জেল খাটছেন পিটার সুলিভান। শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। ধারণা করা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম ভুল রায়। ১৯৮৭ সালে ২১ বছর বয়সী ডায়ান সিনডালকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলিভান।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।
৮ ঘণ্টা আগে