আজকের পত্রিকা ডেস্ক
বাংলাদেশ থেকে গতকাল মঙ্গলবার ভারতে প্রবেশ করেছিলেন আজাদুর রহমান। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করেন তাঁর ছেলে। তাঁকে বাড়িতে নেওয়ার জন্য দেশটিতে যান আজাদ। কিন্তু প্রবেশের পর স্থানীয় এক রিকশাচালকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, আজাদ ভারতকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য করেছিলেন। পরে তাঁকে সেদিনই ফেরত পাঠানো হয় বাংলাদেশে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের কোচবিহারের চ্যাংড়াবান্ধা থেকে এক বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। অভিযোগ, ভারতে আসার অব্যবহিত পরেই তিনি ভারতের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছিলেন।
মাগুরার হাজিপুরের বাসিন্দা মোহাম্মদ আজাদুর রহমান কোচবিহারের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত তাঁর ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য একবার প্রবেশের জন্য একটি বিবিধ ভিসায় চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন।
ভারতে পৌঁছানোর পর আজাদ স্থানীয় বাজারের দিকে যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত রিকশায় ওঠেন। পথে তিনি ভারত সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, যার ফলে রিকশাচালকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। অল্প সময়ের মধ্যেই আরও কয়েকজন রিকশাচালক ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং আজাদকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং আজাদুর রহমানকে মেখলিগঞ্জ থানায় নিয়ে যায়। কিন্তু, থানার সামনেও একদল লোক জড়ো হয়ে আজাদুর রহমানকে ক্ষমা চাইতে বলে। এই পরিস্থিতিতে উত্তেজনা প্রশমিত করার জন্য পুলিশ তাঁকে ইমিগ্রেশন পয়েন্টে নিয়ে যায়। সেখান থেকে ছেলেকে ছাড়াই তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
ফেরত পাঠানোর আগে স্থানীয়রা নিশ্চিত করেন যে, আজাদুর রহমান তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। এ প্রসঙ্গে একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘বাংলাদেশি নাগরিকদের একটি বড় অংশ ভারতকে হালকাভাবে নেয়। যদি এটি অন্য কোনো দেশ হতো, তাহলে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারত।’
চ্যাংড়াবান্ধা চেকপোস্টের কর্মকর্তা সুরজিৎ বিশ্বাস বলেন, ‘মেখলিগঞ্জ থানার পুলিশ তাঁকে আমাদের কাছে আনার পর আজাদুর রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।’
বাংলাদেশ থেকে গতকাল মঙ্গলবার ভারতে প্রবেশ করেছিলেন আজাদুর রহমান। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করেন তাঁর ছেলে। তাঁকে বাড়িতে নেওয়ার জন্য দেশটিতে যান আজাদ। কিন্তু প্রবেশের পর স্থানীয় এক রিকশাচালকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, আজাদ ভারতকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য করেছিলেন। পরে তাঁকে সেদিনই ফেরত পাঠানো হয় বাংলাদেশে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের কোচবিহারের চ্যাংড়াবান্ধা থেকে এক বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। অভিযোগ, ভারতে আসার অব্যবহিত পরেই তিনি ভারতের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছিলেন।
মাগুরার হাজিপুরের বাসিন্দা মোহাম্মদ আজাদুর রহমান কোচবিহারের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত তাঁর ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য একবার প্রবেশের জন্য একটি বিবিধ ভিসায় চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন।
ভারতে পৌঁছানোর পর আজাদ স্থানীয় বাজারের দিকে যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত রিকশায় ওঠেন। পথে তিনি ভারত সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, যার ফলে রিকশাচালকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। অল্প সময়ের মধ্যেই আরও কয়েকজন রিকশাচালক ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং আজাদকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং আজাদুর রহমানকে মেখলিগঞ্জ থানায় নিয়ে যায়। কিন্তু, থানার সামনেও একদল লোক জড়ো হয়ে আজাদুর রহমানকে ক্ষমা চাইতে বলে। এই পরিস্থিতিতে উত্তেজনা প্রশমিত করার জন্য পুলিশ তাঁকে ইমিগ্রেশন পয়েন্টে নিয়ে যায়। সেখান থেকে ছেলেকে ছাড়াই তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
ফেরত পাঠানোর আগে স্থানীয়রা নিশ্চিত করেন যে, আজাদুর রহমান তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। এ প্রসঙ্গে একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘বাংলাদেশি নাগরিকদের একটি বড় অংশ ভারতকে হালকাভাবে নেয়। যদি এটি অন্য কোনো দেশ হতো, তাহলে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারত।’
চ্যাংড়াবান্ধা চেকপোস্টের কর্মকর্তা সুরজিৎ বিশ্বাস বলেন, ‘মেখলিগঞ্জ থানার পুলিশ তাঁকে আমাদের কাছে আনার পর আজাদুর রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।’
এবার বেসামরিক খাতে ব্যবহারের জন্য পারমাণবিক শক্তি পাওয়ার পথে হাঁটছে তুরস্ক। আর দেশটির এই যাত্রায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। জাতিসংঘের সাধারণ সম্মেলনে যোগ দিতে যাওয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সফরেই এই চুক্তি স্বাক্ষরিত হয়ে
৯ মিনিট আগেফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি আর এগোবে না। এমনটাই জানিয়েছেন সৌদি আরবের সর্বোচ্চ কূটনীতিক। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল–সৌদ স্পষ্ট জানিয়েছেন, ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনোভা
৩৯ মিনিট আগেআবারও ইয়েমেনি ভূখণ্ডে হামলা চালাল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ওই হামলায় ডজনেরও বেশি হুতি সদস্য নিহত হয়েছে বলে দাবি করছে তারা। সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন।
১ ঘণ্টা আগে