দিল্লি ও উত্তর প্রদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি ছোট শহর ওখলা। এই শহরটিতে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা বসতি স্থাপন করছেন বলে অভিযোগ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ মঙ্গলবার দিল্লির মঙ্গলপুরীতে একটি সমাবেশে এই কথা বলেন বিজেপি নেতা যোগী আদিত্য নাথ।
যোগী বলেন, ‘ওখলায় বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বসতি স্থাপন করতে দিয়ে ‘‘পাপ’’ করছে আম আদমি পার্টি। এর ফলে, দিল্লির নাগরিক সুবিধা ও অবকাঠামো অবস্থা ভেঙে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘উন্নত সুযোগ-সুবিধার জন্য দিল্লির মানুষ এখন উত্তর প্রদেশের নয়ডা ও গাজিয়াবাদে বসতি স্থাপন করছেন। এই ভঙ্গুর অবস্থার দায় আম আদমি পার্টির।’
যমুনার দূষণ নিয়েও আম আদমি পার্টি সরকারকে দায়ী করেন যোগী আদিত্য নাথ। তিনি অভিযোগ করে বলেন, ‘আজ আমি গাজিয়াবাদ থেকে দিল্লি আসার পথে যমুনা নদীর পাশ দিয়ে এসেছি। যমুনা একসময় আমাদের সবার জন্য একটি বিশ্বাসের প্রতীক ছিল। অথচ আজ সেখান থেকে নর্দমার দুর্গন্ধ আসছিল। যারা আম আদমি পার্টির এই পাপের ফল ভোগ করেছেন, তারা শিগগিরই এর থেকে মুক্তি পাবেন এবং মুক্তির একমাত্র উপায় হলো ৫ ফেব্রুয়ারি দিল্লির নির্বাচনে বিজেপিকে জয়ী করা।’
তিনি প্রয়াগরাজে মহাকুম্ভ চলাকালে স্নানের প্রসঙ্গ টেনে বলেন, ‘আপনাদের যদি নৈতিক সাহস থাকত, তাহলে আম আদমি পার্টি সরকারের মন্ত্রীদের সঙ্গে নিয়ে যমুনায় ডুব দিতেন।’
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ৭০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ৬৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি।
আম আদমি পার্টি দিল্লিতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ২০১৫ এবং ২০২০ সালের নির্বাচনে দলটি যথাক্রমে ৬৭ ও ৬২ আসনে জয়লাভ করেছিল। অন্যদিকে, বিজেপি গত দুই নির্বাচনে যথাক্রমে তিনটি ও আটটি আসনে জয়ী হয়।
দিল্লি ও উত্তর প্রদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি ছোট শহর ওখলা। এই শহরটিতে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা বসতি স্থাপন করছেন বলে অভিযোগ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ মঙ্গলবার দিল্লির মঙ্গলপুরীতে একটি সমাবেশে এই কথা বলেন বিজেপি নেতা যোগী আদিত্য নাথ।
যোগী বলেন, ‘ওখলায় বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বসতি স্থাপন করতে দিয়ে ‘‘পাপ’’ করছে আম আদমি পার্টি। এর ফলে, দিল্লির নাগরিক সুবিধা ও অবকাঠামো অবস্থা ভেঙে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘উন্নত সুযোগ-সুবিধার জন্য দিল্লির মানুষ এখন উত্তর প্রদেশের নয়ডা ও গাজিয়াবাদে বসতি স্থাপন করছেন। এই ভঙ্গুর অবস্থার দায় আম আদমি পার্টির।’
যমুনার দূষণ নিয়েও আম আদমি পার্টি সরকারকে দায়ী করেন যোগী আদিত্য নাথ। তিনি অভিযোগ করে বলেন, ‘আজ আমি গাজিয়াবাদ থেকে দিল্লি আসার পথে যমুনা নদীর পাশ দিয়ে এসেছি। যমুনা একসময় আমাদের সবার জন্য একটি বিশ্বাসের প্রতীক ছিল। অথচ আজ সেখান থেকে নর্দমার দুর্গন্ধ আসছিল। যারা আম আদমি পার্টির এই পাপের ফল ভোগ করেছেন, তারা শিগগিরই এর থেকে মুক্তি পাবেন এবং মুক্তির একমাত্র উপায় হলো ৫ ফেব্রুয়ারি দিল্লির নির্বাচনে বিজেপিকে জয়ী করা।’
তিনি প্রয়াগরাজে মহাকুম্ভ চলাকালে স্নানের প্রসঙ্গ টেনে বলেন, ‘আপনাদের যদি নৈতিক সাহস থাকত, তাহলে আম আদমি পার্টি সরকারের মন্ত্রীদের সঙ্গে নিয়ে যমুনায় ডুব দিতেন।’
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ৭০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ৬৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি।
আম আদমি পার্টি দিল্লিতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ২০১৫ এবং ২০২০ সালের নির্বাচনে দলটি যথাক্রমে ৬৭ ও ৬২ আসনে জয়লাভ করেছিল। অন্যদিকে, বিজেপি গত দুই নির্বাচনে যথাক্রমে তিনটি ও আটটি আসনে জয়ী হয়।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৮ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৯ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১০ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগে