Ajker Patrika

উচ্চারণ দুর্বোধ্য, মার্কিন কোম্পানির মিটিংয়ে ভারতীয়দের কথা বলা মানা!

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে কর্মরত একজন ভারতীয় সম্প্রতি দাবি করেছেন, সহকর্মীরা তাঁর দুর্বোধ্য উচ্চারণ বুঝতে না পারার কারণে তাঁকে মিটিংয়ে ‘কথা বলা বন্ধ’ করতে বলেছেন। ৩২ বছর বয়সী ওই ব্যক্তি তাঁর অভিজ্ঞতা রেডিটে শেয়ার করেছেন, যেখানে তিনি এ ঘটনায় নিজেকে ‘অপমানিত’ বলে মন্তব্য করেছেন।

ওই ভারতীয় রেডিটে লিখেছেন, ‘আমার বয়স ৩২ বছর। আমি মূলত ভারতের নাগরিক। বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি ক্লায়েন্ট টিমের সঙ্গে কাজ করছি, যেখানে অন্যরা আমেরিকান। আজ মিটিংয়ের সময় নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে আমি টিমের এক সদস্যকে (প্রায় ৫৫ বছর বয়সী) একটি প্রজেক্ট আপডেটের জন্য জিজ্ঞাসা করি। তিনি আমাকে মিটিংয়ে কথা বলা বন্ধ করতে বলেন। কারণ, তিনি আমার উচ্চারণ বুঝতে পারছেন না।’

ওই ভারতীয় আরও বলেন, ‘আমি অপমানিত ও খুব সংকীর্ণ বোধ করেছি। আমি সব সময় স্পষ্টভাবে এবং পেশাগতভাবে যোগাযোগের চেষ্টা করেছি। এক বছরের বেশি সময় ধরে আমি এই ক্লায়েন্টের সঙ্গে কাজ করছি। এর আগে কেউ এমন কথা বলেনি। এ ধরনের প্রতিক্রিয়া কি অন্যদেরও হয়েছে? পেশাগতভাবে কীভাবে এমন পরিস্থিতি মোকাবিলা করা যায়, যাতে আত্মবিশ্বাস বা কর্মদক্ষতা ক্ষতিগ্রস্ত না হয়?’

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ এমন আচরণের জন্য অফিসের কর্মীদের তীব্র সমালোচনা করেছেন, আবার কেউ কেউ ওই ব্যক্তিকে ‘স্পোকেন ইংলিশ ক্লাসে’ যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটা সত্যিই অভদ্র আচরণ। যদি তাঁরা আপনার কথা বুঝতে না পারেন, তবে আপনাকে ধীরে কথা বলার পরামর্শ দিতে পারেন; কিন্তু কথা বন্ধ করতে বলা অত্যন্ত অভদ্র ও অস্বাভাবিক আচরণ।’

অন্য একজন বলেছেন, ‘আপনার একটি স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি হওয়া উচিত এবং আপনার মাতৃভাষার প্রভাব কমিয়ে উচ্চারণকে আরও নিরপেক্ষ করার চেষ্টা করা উচিত।’

আরেক ব্যবহারকারী এইচআরের কাছে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘এটা এতটা অভদ্র আচরণ যে আমার মনে হয়, এ ধরনের ঘটনা কর্মক্ষেত্রে ধমকানোর শামিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত