অনলাইন ডেস্ক
পাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর পর জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া ‘অপারেশন অভ্যাস’ শুরু করেছে ভারত। বুধবার (৭ মে) ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হয় এই মহড়া। মহড়াগুলোতে বিমান হামলা ও অগ্নিকাণ্ডের সময় নাগরিকদের উদ্ধার অভিযান শেখানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।
পিটিআই জানায়, ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুর’ চালুর কয়েক ঘণ্টা পর এই মহড়াগুলো শুরু হয়। পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে চালানো এই অভিযানের মাধ্যমে ভারত এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার জবাব দেয়। ওই হামলায় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের সন্ত্রাসী সংগঠনের হাতে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন।
ভারতের রাজধানী দিল্লিতে মহড়ার অংশ হিসেবে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় পিসিআর ভ্যান, দমকলের ইঞ্জিন এবং বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক।
সাইরেনের বিকট শব্দ, নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে চলা সাধারণ মানুষ, আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া—এসব ছিল দিল্লির ৫৫টি স্থানে মহড়ার দৃশ্যপট।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই মহড়াগুলো অনুষ্ঠিত হয়। পহেলগামে সন্ত্রাসী হামলার পর উদ্ভূত “নতুন ও জটিল হুমকির” প্রেক্ষাপটে এই ধরনের প্রস্তুতি গ্রহণে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়।
মহড়ায় বেসামরিক নাগরিকদের প্রশিক্ষণ, হঠাৎ ব্ল্যাকআউট ব্যবস্থা, গুরুত্বপূর্ণ স্থাপনার ছদ্মবেশ, সিভিল ডিফেন্স বাহিনীর সাড়া দেওয়ার সক্ষমতা, নিরাপদ স্থানগুলোতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ও তার বাস্তবায়নের প্রস্তুতি মূল্যায়ন করা হয়।
সারা দেশে প্রায় ৩০০টি ‘সিভিল ডিফেন্স জেলা’—যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি, তেল শোধনাগার এবং জলবিদ্যুৎ প্রকল্পের মতো সংবেদনশীল অবকাঠামো রয়েছে—সেসব এলাকায়ও সাইরেন বাজিয়ে আক্রমণের মহড়া, বেসামরিক জনগণের প্রশিক্ষণ, বাংকার ও খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
পাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর পর জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া ‘অপারেশন অভ্যাস’ শুরু করেছে ভারত। বুধবার (৭ মে) ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হয় এই মহড়া। মহড়াগুলোতে বিমান হামলা ও অগ্নিকাণ্ডের সময় নাগরিকদের উদ্ধার অভিযান শেখানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।
পিটিআই জানায়, ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুর’ চালুর কয়েক ঘণ্টা পর এই মহড়াগুলো শুরু হয়। পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে চালানো এই অভিযানের মাধ্যমে ভারত এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার জবাব দেয়। ওই হামলায় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের সন্ত্রাসী সংগঠনের হাতে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন।
ভারতের রাজধানী দিল্লিতে মহড়ার অংশ হিসেবে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় পিসিআর ভ্যান, দমকলের ইঞ্জিন এবং বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক।
সাইরেনের বিকট শব্দ, নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে চলা সাধারণ মানুষ, আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া—এসব ছিল দিল্লির ৫৫টি স্থানে মহড়ার দৃশ্যপট।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই মহড়াগুলো অনুষ্ঠিত হয়। পহেলগামে সন্ত্রাসী হামলার পর উদ্ভূত “নতুন ও জটিল হুমকির” প্রেক্ষাপটে এই ধরনের প্রস্তুতি গ্রহণে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়।
মহড়ায় বেসামরিক নাগরিকদের প্রশিক্ষণ, হঠাৎ ব্ল্যাকআউট ব্যবস্থা, গুরুত্বপূর্ণ স্থাপনার ছদ্মবেশ, সিভিল ডিফেন্স বাহিনীর সাড়া দেওয়ার সক্ষমতা, নিরাপদ স্থানগুলোতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ও তার বাস্তবায়নের প্রস্তুতি মূল্যায়ন করা হয়।
সারা দেশে প্রায় ৩০০টি ‘সিভিল ডিফেন্স জেলা’—যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি, তেল শোধনাগার এবং জলবিদ্যুৎ প্রকল্পের মতো সংবেদনশীল অবকাঠামো রয়েছে—সেসব এলাকায়ও সাইরেন বাজিয়ে আক্রমণের মহড়া, বেসামরিক জনগণের প্রশিক্ষণ, বাংকার ও খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ভারতের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং কাশ্মীর সীমান্তে দুই পক্ষের গোলাগুলির পর গত বুধবার দিবাগত রাতে পাকিস্তানের কয়েকটি জায়গায় ড্রোন হামলা চালিয়েছে ভারত...
৫ ঘণ্টা আগেচীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান অন্তত দুটি ভারতীয় সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে রয়টার্সকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। বিষয়টি বেইজিংয়ের উন্নত যুদ্ধবিমানের পারদর্শিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলেও মন্তব্য করেছেন তারা...
৫ ঘণ্টা আগেপাকিস্তান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতের পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে উপমহাদেশের দুই পারমাণবিক শক্তিধর দেশের সম্পর্ক। আজ বৃহস্পতিবার রাতে পাকিস্তান থেকে ভারতের জম্মু বিমানবন্দরের দিকে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র ও তিনটি ড্রোন ছোড়া হয় বলে দাবি করে ভারত। তবে এগুলোর বেশির ভাগই...
৯ ঘণ্টা আগেবিশ্বজুড়ে ১৪০ কোটি ক্যাথলিকদের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। ৬৯ বছর বয়সী এই ধর্মগুরু এখন থেকে পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে। তিনি হচ্ছেন ইতিহাসে প্রথম মার্কিন নাগরিক যিনি পোপের আসনে বসছেন।
৯ ঘণ্টা আগে